Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

তিনটি সোনার মেডেল পেলেন, মাস্টার অ্যাথলেটিক্স অ্যাথলেটিক্সে হলদিয়ার সায়ন্তনী

মাস্টার অ্যাথলেটিক্সে হলদিয়ার সায়ন্তনী সোনার পদক পেলেন তিনটি
           সুনিতা প্রধানরাজ্য মাস্টার্স অ্যাথলেটিক্স প্রতিযোগিতা শীর্ষ জেলা রাজ্য মাস্টার অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ভালো করলেন দুই মেদিনীপুরের প্রতিযোগিরা ২৫ এবং ২৬ ডিস…

 




মাস্টার অ্যাথলেটিক্সে হলদিয়ার সায়ন্তনী সোনার পদক পেলেন তিনটি


           সুনিতা প্রধান

রাজ্য মাস্টার্স অ্যাথলেটিক্স প্রতিযোগিতা শীর্ষ জেলা রাজ্য মাস্টার অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ভালো করলেন দুই মেদিনীপুরের প্রতিযোগিরা ২৫ এবং ২৬ ডিসেম্বর হুগলির কোন্নগর স্টেট মাস্টার আয়োজনে মাস্টার অফ ইন্ডিয়া ওয়েস্টবেঙ্গল।

                  সায়ন্তনী সাহা

প্রতিযোগিতায় পূর্ব মেদিনীপুর থেকে ১২ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন। প্রতিযোগিরা ৭ টি ইভেন্টে প্রথম ৬ টি ইভেন্টে দ্বিতীয় ও ২টি ইভেন্টে  তৃতীয় হয়েছেন । পূর্ব মেদিনীপুর জেলা হলদিয়ার সায়ন্তনী সাহা তিনটি ইভেন্টে প্রথম হয়েছে ।সোনালী ফদিকর, অমৃত পড়ুয়া,  ময়নার  প্রশান্ত পাত্র, হলদিয়া থেকে সুনিতা প্রধান সহ অনেকেই সফল হয়েছেন। পশ্চিম মেদিনীপুরে থেকে ৫২ জন প্রতিযোগী যোগ দিয়েছিলেন। ২২টি ইভেন্টে প্রথম ,২৫ টি ইভেন্টে দ্বিতীয়, ১৮টি ইভেন্টে তৃতীয় হয়েছেন প্রতিযোগিরা। প্রতিযোগীদের প্রাপ্ত পয়েন্টে বিচারে পশ্চিম মেদিনীপুর চতুর্থ স্থান পেয়েছেন। পশ্চিম মেদিনীপুরের তনময় চক্রবর্তী, নিবেদিতা ঘোষ তিনটি ইভেন্টে প্রথম হয়েছেন। টোটন রায় ,সুপর্ণা পান্ডে অপর্ণা দে, কালিপদ বাউরি মিঠু সাহা, নূপুর ভট্টাচার্য্য,রেখা সাহ, কবিতা গঙ্গোপাধ্যায়, মুজিবুর রহমান সহ অনেকেই সফল হয়েছেন । রাজ্যস্তরে প্রতিযোগিতায় সফল ২৬ জন পুরুষ ও ১২জন  মহিলা জাতীয় প্রতিযোগিতা যোগ দেওয়ার সুযোগ পেয়েছেন। নতুন বছরের আগামী ২১ থেকে ২৬ ফেব্রুয়ারি হায়দ্রাবাদে প্রতিযোগিতা হবে। এখন জোর প্রস্তুতি নিচ্ছেন প্রতিযোগিরা।

No comments