Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মালিকপক্ষের সঙ্গে গোপনে কারা একদিকে হাত মেলাচ্ছে, আবার শ্রমিকদের এসে ভুল বোঝাচ্ছে, তাদের চিহ্নিত করুন- মন্ত্রী সৌমেন কুমার মহাপাত্র

মালিকপক্ষের সঙ্গে গোপনে কারা একদিকে হাত মেলাচ্ছে, আবার শ্রমিকদের এসে ভুল বোঝাচ্ছে, তাদের চিহ্নিত করুন-  মন্ত্রী সৌমেন কুমার মহাপাত্রসর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে রাজ্যের মন্ত্রী ডঃ সৌমেন কুমার মহাপাত্র বললেন মালি…

 




মালিকপক্ষের সঙ্গে গোপনে কারা একদিকে হাত মেলাচ্ছে, আবার শ্রমিকদের এসে ভুল বোঝাচ্ছে, তাদের চিহ্নিত করুন-  মন্ত্রী সৌমেন কুমার মহাপাত্র

সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে রাজ্যের মন্ত্রী ডঃ সৌমেন কুমার মহাপাত্র বললেন মালিকপক্ষের সঙ্গে গোপনে কারা একদিকে হাত মেলাচ্ছে, আবার শ্রমিকদের এসে ভুল বোঝাচ্ছে, তাদের চিহ্নিত করুন। শ্রমিকদের সংগঠিত হয়ে নকল নেতাদের চিহ্নিতকরণ করতে হবে। শনিবার হলদিয়া বন্দরের জিসি বার্থ গেটে তৃণমূলের ২৫তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শ্রমিক সমাবেশে এই পরামর্শ দেন রাজ্যের সেচ মন্ত্রী সৌমেন মহাপাত্র। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় যেমন কখনও নকল যুদ্ধকে সমর্থন করেন নি, তেমন আপনাদেরও সংগঠিত হয়ে চিহ্নিত করতে হবে, কারা গোপনে শত্রুর পতাকা বইছে, আর বাইরে এসে শ্রমজীবী মানুষকে ভুল বোঝাচ্ছে। হলদিয়ায় একাজ শ্রমিকদেরই ব্যর্থ করতে হবে। আপনাদের হাজার হাজার চোখ দিয়ে নেতাকে চিনে নিতে হবে। নেতা যদি তাঁর চরিত্র না বদলান তাহলে আপনারাই তার বিচার করবেন। সিঙ্গুর থেকে নন্দীগ্রাম, নেতাই সমস্ত আন্দোলনে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা দিয়েছেন।সৌমেনবাবু বলেন, হলদিয়ায় এখন ছোট বড় মিলিয়ে ৫৬টি শিল্প সংস্থা রয়েছে। আরও অনেক শিল্প সংস্থা হলদিয়া আসার জন্য নবান্নে যোগাযোগ করছেন। যে কারখানা স্থাপন করতে আগে পাঁচ বছর সময় লাগত, এখন ছ’মাসের মধ্যে শিল্প সংস্থা কারখানা গড়ার ছাড়পত্র পেয়ে যায়। একই সঙ্গে সংগঠিত ও অসংগঠিত শ্রমিকদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার নানা প্রকল্প ঘোষণা করেছেন। নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতার জোরে বাহুবলী হয়ে কিছু নেতা আগে হলদিয়ায় রাজত্ব করতেন। এখন তাঁদের ভাল লাগেনি। এই দল থেকে মান সম্মান প্রতিপত্তি নেওয়ার পর সাম্প্রদায়িক দলের সঙ্গে হাত মিলিয়ে তাঁরা নানা কথা বলছেন। এখন তাঁরা বলছেন বঞ্চনার কথা। বন্দরের নাম যখন বদলে দেওয়া হল তখন তাঁরা কোথায় ছিলেন বলে প্রশ্ন তোলেন সৌমেনবাবু। নাম বদলানোর খেলায় দু’জনকেই অশ্রদ্ধা দেখানো হল বলে মনে করেন তিনি। এদিন হলদিয়া পুরসভার ৯নম্বর ওয়ার্ডে প্রতিষ্ঠা দিবস উপলক্ষে প্রতিবন্ধীদের ট্রাইসাইকেল, শতাধিক গরীব মানুষকে শীতবস্ত্র বিতরণের পাশাপাশি নতুন বছরের কেক খাওয়ানো হয়। উপস্থিত ছিলেন পুরসভার ভাইস চেয়ারম্যান নারায়নচন্দ্র প্রামানিক, কাউন্সিলার বিমলকুমার মাজি প্রমুখ। হলদিয়া ব্লক যুব তৃণমূলের উদ্যোগে বিভিন্ন ক্লাবকে ৩০টি ফুটবল বিতরণ করা হয় ডালিম্বচকে খেলার সামগ্রী তুলে দিলেন তৃণমূল যুব কংগ্রেস নেতৃত্ব যশরাজ ব্রহ্মচারী। হলদিয়া প্রতিষ্ঠা দিবসের পাতাকা তোলাকে ঘিরে মারধরের ঘটনায় এদিন হলদিয়ার ইন্দোরামা ধানসিরি পেট্রকেম কারখানার গেটে একজন শ্রমিক রক্তাক্ত হন। ওই শ্রমিক কারখানার ইউনিয়নের নেতা। পতাকা তোলার সময় শ্রমিক নেতৃবৃন্দ ও পুরসভার কাউন্সিলার প্রদীপ দাস উপস্থিত ছিলেন। অভিযোগ, পতাকা তোলার পর একটি গোষ্ঠীর মদতে বহিরাগতরা এসে ওই শ্রমিককে ইউনিয়ন অফিসের মধ্যে মারধর করে। তাঁকে প্রথমে হলদিয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। পরে তমলুকে চিকিৎসার জন্য পাঠানো হয়। আইএনটিটিইউসির তমলুক জেলার সভাপতি তাপস মাইতি বলেন, বেশ কিছুদিন ধরে বিভিন্ন কারখানার গেটে বহিরাগতরা এসে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে। শ্রমিক আক্রান্ত হওয়ার ঘটনায় তারাই অভিযুক্ত।

No comments