মুকুন্দপুর বাজার এলাকায় কাঁথি-রসুলপুর সড়কে পথদুর্ঘটনায় মৃত ১দেওরের সঙ্গে বাইকে চেপে আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে কাঁথি থানার মুকুন্দপুরে এক মহিলার মৃত্যু ঘিরে বুধবার উত্তেজনা ছড়ায়। এদিন দুপুর ১২টা নাগাদ …
মুকুন্দপুর বাজার এলাকায় কাঁথি-রসুলপুর সড়কে পথদুর্ঘটনায় মৃত ১
দেওরের সঙ্গে বাইকে চেপে আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে কাঁথি থানার মুকুন্দপুরে এক মহিলার মৃত্যু ঘিরে বুধবার উত্তেজনা ছড়ায়। এদিন দুপুর ১২টা নাগাদ মুকুন্দপুর বাজার এলাকায় কাঁথি-রসুলপুর সড়কে ঘটনাটি ঘটে। পুলিস জানিয়েছে, মৃতার নাম বসুমতী বর(৪৫)। তাঁর বাড়ি এগরা থানার পানিপারুলের আড়াঙ্গা এলাকায়। দুর্ঘটনার পর যানবাহনের গতি নিয়ন্ত্রণের দাবি জানিয়ে ওই রাস্তায় অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় লোকজন। এদিন রাস্তায় দেহ রেখে বেঞ্চ ফেলে আধ ঘণ্টার বেশি সময় ধরে অবরোধ ও বিক্ষোভ চলে। পুলিস ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দেওর ভরত বরের সঙ্গে বাইকে রসুলপুরের দিকে এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন বসুমতীদেবী। একই অভিমুখে দ্রুতগতিতে যাচ্ছিল ডাম্পারটি। মুকুন্দপুর বাজারে ডাম্পারে মহিলার হাঁটু লেগে যাওয়ায় তিনি ছিটকে পড়েন। তারপর ডাম্পারের চাকা তাঁর মাথার উপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তবে ভরতবাবুর কিছু হয়নি। এই ঘটনার পর শুরু হয় অবরোধ ও বিক্ষোভ। পুলিস চালক সহ ঘাতক ডাম্পারটি আটক করে। পাশাপাশি দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।
No comments