Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

আই কেয়ার দরিদ্র সেবাকেন্দ্রের উদ্বোধন করলেন প্রাক্তন সাংসদ ডঃ লক্ষ্মণ শেঠ

আই কেয়ার দরিদ্র সেবাকেন্দ্রের উদ্বোধন করলেন প্রাক্তন সাংসদ ডঃ লক্ষ্মণ শেঠ

হলদিয়া সুতাহাটা বিএড কলেজ ক্যান্টিন থেকে প্রত্যেক দিন শতাধিক অসহায় মানুষের রান্না-খাওয়া তুলে দেবেন।  2 জানুয়ারি  ২০২২ বেলা ১২টার শুভ উদ্বোধন হয়। এই সভ…

 




আই কেয়ার দরিদ্র সেবাকেন্দ্রের উদ্বোধন করলেন প্রাক্তন সাংসদ ডঃ লক্ষ্মণ শেঠ



হলদিয়া সুতাহাটা বিএড কলেজ ক্যান্টিন থেকে প্রত্যেক দিন শতাধিক অসহায় মানুষের রান্না-খাওয়া তুলে দেবেন।  2 জানুয়ারি  ২০২২ বেলা ১২টার শুভ উদ্বোধন হয়। এই সভায় উপস্থিত ছিলেন হলদিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির চেয়ারম্যান প্রাক্তন সাংসদ ডঃ লক্ষ্মণ শেঠ, উপস্থিত ছিলেন হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি সম্পাদক আশীষ লাহিড়ী হলদিয়া বাজিতপুর সারদামণি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুমনা পাহাড়ি উপস্থিত ছিলেন প্রাক্তন শিক্ষক রাধাকান্ত চক্রবর্তী ও ঢেকুয়া অগ্রগামী বিবেকানন্দ হাই স্কুলের প্রধান শিক্ষক মনিন্দ্র নাথ গায়েন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের নকুল চন্দ্রঘাঁটি',ও বিশিষ্ট আইনজীবী হৃষিকেশ সুকুল সুতাহাটা কেন্দ্রের নেতৃত্ব গন ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। সুতাহাটা প্রয়াসের অন্যতম কর্ণধার সুবিমল দাস জানালেন প্রয়াসের সকল সদস্য এবং এই এলাকার শুভানুধ্যায়ীদের সঙ্গে নিয়ে আই কেয়ার দরিদ্র সেবাকেন্দ্রে কাজ চলবে।ডঃ  লক্ষ্মণ শেঠে উদ্বোধন করে আইকেয়ার দরিদ্র সেবা কেন্দ্রের উদ্যোগে এই এলাকার দুস্থ অসহায় মানুষের রান্না খাবার পৌঁছে দেওয়ার উদ্যোগ নিলেন। উদ্যোগকে আমরা কার্যকরী করবো।  2 জানুয়ারি থেকে শুরু হল সুতাহাটা এলাকায় প্রায় একশত মানুষকে প্রতিদিন রান্না খাওয়া পৌঁছে দেওয়ার উদ্যোগ।  সপ্তাহে একদিন মাংস একদিন মাছ এক দিন নিরামিষ আর বাকি দিনগুলি ডিম সবজি ভাত দেওয়া হবে। প্রত্যেকদিন গরম রান্না খাবার নিয়ে যাওয়ার জন্য একটি টিফিন বক্স আই কেয়ার দরিদ্র সেবা কেন্দ্রের উদ্যোগে তুলে দেওয়া হয়। যে সকল অসহায় মানুষ আসতে পারবেন না তাদের পরিবারের যে কোনো একজনের সে এখান থেকে রান্না খাবার নিয়ে যাবেন। প্রাক্তন সাংসদ লক্ষ্মণ শেঠ বললেন পূর্ব মেদিনীপুর জেলা তমলুক লোকসভা কেন্দ্রে মহিষাদল, তমলুক ,নন্দকুমারে এবং হলদিয়ার মতোই চালানো হবে আইকেয়ার দরিদ্র সেবা কেন্দ্র।

No comments