Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

এবার শংসাপত্র বিনিময় দিতে হবে টাকা বিজ্ঞপ্তিতে বিতর্ক

এবার শংসাপত্র বিনিময় দিতে হবে টাকা বিজ্ঞপ্তিতে বিতর্ক 


শংসাপত্র দেওয়ার  বিনিময়ের টাকা নেওয়ায় বিজ্ঞপ্তিতে বিতর্ক। সুতাহাটা ব্লকের হোড়খালী গ্রাম পঞ্চায়েতের ঘটনা। গ্রাম পঞ্চায়েতের তরফে বিজ্ঞপ্তিতে জানানো হয় জন্ম-মৃত্যু, উত্তরা…

 




এবার শংসাপত্র বিনিময় দিতে হবে টাকা বিজ্ঞপ্তিতে বিতর্ক 




শংসাপত্র দেওয়ার  বিনিময়ের টাকা নেওয়ায় বিজ্ঞপ্তিতে বিতর্ক। সুতাহাটা ব্লকের হোড়খালী গ্রাম পঞ্চায়েতের ঘটনা। গ্রাম পঞ্চায়েতের তরফে বিজ্ঞপ্তিতে জানানো হয় জন্ম-মৃত্যু, উত্তরাধিকারী  এবং  বিলম্বিত জন্ম-মৃত্যু শংসাপত্র নিতে গেলে দিতে হবে অঞ্চল কর। 


স্থানীয় সূত্রে খবর, , হোড়খালী গ্রাম পঞ্চায়েতের তরফে একটি বিজ্ঞপ্তি পঞ্চায়েতের অফিসের দেওয়ালে  লাগানো হয়।  সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ১ লা জানুয়ারি থেকে গ্রাম পঞ্চায়েতের সিদ্ধান্ত  আয়ের শংসাপত্র নেওয়ার জন্য দিতে হবে ২০ টাকা জন্ম ও মৃত্যু শংসাপত্র নেওয়ার  জন্য ৫০টাকা, বংশতালিকার জন্য দিতে হবে ৫০টাকা  উত্তরাধিকারী শংসাপত্রের জন্য দিতে হবে  ১০০টাকা। বিলম্বিত জন্ম ও  মৃত্যু শংসাপত্রের জন্য ২০০ টাকা  সমরূপ/বিকল্প জন্ম ও মৃত্যু শংসাপত্র পেতে গেলে পঞ্চায়েতের কাছে২০০ টাকা জমা দিতে হবে।

No comments