এবার শংসাপত্র বিনিময় দিতে হবে টাকা বিজ্ঞপ্তিতে বিতর্ক
শংসাপত্র দেওয়ার বিনিময়ের টাকা নেওয়ায় বিজ্ঞপ্তিতে বিতর্ক। সুতাহাটা ব্লকের হোড়খালী গ্রাম পঞ্চায়েতের ঘটনা। গ্রাম পঞ্চায়েতের তরফে বিজ্ঞপ্তিতে জানানো হয় জন্ম-মৃত্যু, উত্তরা…
এবার শংসাপত্র বিনিময় দিতে হবে টাকা বিজ্ঞপ্তিতে বিতর্ক
শংসাপত্র দেওয়ার বিনিময়ের টাকা নেওয়ায় বিজ্ঞপ্তিতে বিতর্ক। সুতাহাটা ব্লকের হোড়খালী গ্রাম পঞ্চায়েতের ঘটনা। গ্রাম পঞ্চায়েতের তরফে বিজ্ঞপ্তিতে জানানো হয় জন্ম-মৃত্যু, উত্তরাধিকারী এবং বিলম্বিত জন্ম-মৃত্যু শংসাপত্র নিতে গেলে দিতে হবে অঞ্চল কর।
স্থানীয় সূত্রে খবর, , হোড়খালী গ্রাম পঞ্চায়েতের তরফে একটি বিজ্ঞপ্তি পঞ্চায়েতের অফিসের দেওয়ালে লাগানো হয়। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ১ লা জানুয়ারি থেকে গ্রাম পঞ্চায়েতের সিদ্ধান্ত আয়ের শংসাপত্র নেওয়ার জন্য দিতে হবে ২০ টাকা জন্ম ও মৃত্যু শংসাপত্র নেওয়ার জন্য ৫০টাকা, বংশতালিকার জন্য দিতে হবে ৫০টাকা উত্তরাধিকারী শংসাপত্রের জন্য দিতে হবে ১০০টাকা। বিলম্বিত জন্ম ও মৃত্যু শংসাপত্রের জন্য ২০০ টাকা সমরূপ/বিকল্প জন্ম ও মৃত্যু শংসাপত্র পেতে গেলে পঞ্চায়েতের কাছে২০০ টাকা জমা দিতে হবে।
No comments