Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

৭ ই জানুয়ারী শহীদ স্মরণ সভা ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি

৭ ই জানুয়ারী শহীদ স্মরণ সভা ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি
নন্দীগ্রাম ভূমি অান্দোলনের ঐতিহাসিক ৭ ই জানুয়ারী শহীদ স্মরণ সভা ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির উদ্যোগে ভাঙাবেড়ায় অায়োজিত হয়। সভার শুরুতে সমাজবিরোধী দের গুলিতে নিহত ভরত মন্ডল, বিশ…

 



৭ ই জানুয়ারী শহীদ স্মরণ সভা ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি


নন্দীগ্রাম ভূমি অান্দোলনের ঐতিহাসিক ৭ ই জানুয়ারী শহীদ স্মরণ সভা ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির উদ্যোগে ভাঙাবেড়ায় অায়োজিত হয়। সভার শুরুতে সমাজবিরোধী দের গুলিতে নিহত ভরত মন্ডল, বিশ্বজিৎ মাইতি ও সেক সেলিম সহ সমস্ত শহীদদের শ্রদ্ধার্ঘ জানিয়ে শহীদ বেদীতে মোমবাতি প্রজ্বলন করে পুষ্পার্ঘ্য অর্পণ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবপ্রসাদ মন্ডল, বিধায়ক ফিরোজা বিবি,  প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন, অাবু তাহের,স্বদেশ দাস,অাবদুস সামাদ, সোয়েম কাজী,প্রনব মহাপাত্র,কালীকৃষ্ণ প্রধান, রাধাকৃষ্ণ মন্ডল প্রমুখ নেতৃবৃন্দ। পরে শহীদ স্মরণ সভা অায়োজিত হয়। সভায় সভাপতিত্ব করেন সোনাচূড়া অঞ্চল ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির সভাপতি কালীকৃষ্ণ মন্ডল।শহীদদের স্মৃতি তর্পণ করে নন্দীগ্রাম ভূমি অান্দোলনে নন্দীগ্রামবাসীর ত্যাগ,তিতিক্ষা ও সংগ্রামের ইতিহাস ব্যক্ত করেন প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন। জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি দেবপ্রসাদ মন্ডল বলেন ভাঙাবেড়া শহীদ স্তম্ভ নন্দীগ্রামের শহীদদের রক্তের উপর প্রতিষ্ঠিত হয়েছে। কেউ শহীদ মন্দিরকে নিজের বলে দাবী করতে পারেন না।এই অপচেষ্টা রোধে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার অাহ্বান জানান দেবপ্রসাদ মন্ডল। ভূমি অান্দোলনের নেতা অাবু তাহের বলেন সিবিআই জুজু দেখিয়ে নন্দীগ্রাম অান্দোলনের ধারাবাহিকতা কে স্তব্ধ করা যাবে না।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অাবদুস সামাদ, প্রণব মহাপাত্র,স্বদেশ দাস,সোয়েম কাজী,কালীকৃষ্ণ প্রধান,রাধাকৃষ্ণ মন্ডল প্রমুখ নেতৃবৃন্দ। প্রসঙ্গত ৬ ই জানুয়ারী এতিমখানায় নন্দীগ্রাম ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি গঠনের পরেই জমি হাঙররা খেজুরীর  তালপাটির দিক থেকে ব্যাপক গুলিবর্ষণ করতে করতে এগিয়ে যেতে থাকে।সেই গুলিবর্ষণের ফলশ্রুতিতে সোনাচূড়ার ভরত মন্ডল, সাউথখালির বিশ্বজিৎ মাইতি ও গড়চক্রবেড়িয়ার সেক সেলিম গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে শহীদ হন।সেই অাত্মবলিদান দিবসে সকল শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদনের মাধ্যমে নন্দীগ্রামের ধর্মনিরপেক্ষ ও গনতান্ত্রিক ঐতিহ্য কে অক্ষুণ্ণ রাখার অাহ্বান জানান অান্দোলনের সহযোগী মামুদ হোসেন।

No comments