আহত প্যাঁচা বনদপ্তরের হাতে তুলে দিল বিজ্ঞান মঞ্চের সদস্যরা
শুক্রবার সকালে হলদিয়ার অনন্তপুর গ্ৰামে একটি আহত প্যাঁচা কে প্রায় ২০ টি কাক ও অন্যান্য পাখি আক্রমণ করার ফলে প্যাঁচা রক্তাত হয়।
খবর পেয়ে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সদস্য …
আহত প্যাঁচা বনদপ্তরের হাতে তুলে দিল বিজ্ঞান মঞ্চের সদস্যরা
শুক্রবার সকালে হলদিয়ার অনন্তপুর গ্ৰামে একটি আহত প্যাঁচা কে প্রায় ২০ টি কাক ও অন্যান্য পাখি আক্রমণ করার ফলে প্যাঁচা রক্তাত হয়।
খবর পেয়ে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সদস্য নকুল চন্দ্র ঘাটী,মলয় মহাপাত্র,মণীন্দ্রনাথ গায়েন,সুকুমার মাইতিরা গিয়ে প্যাঁচা কে উদ্ধার করে ঔষধ দিয়ে সাময়িক ভাবে সুস্থ করে,বালুঘাটা বন দফতরের আধিকারিক দয়াল পন্ডার হাতে তুলে দেন।
No comments