জেলা রিপোর্টার্স ফোরামের উদ্যোগে আজ তমলুকের হসপিটাল মোড়ে পথচলতি মানুষদের মাস্ক বিতরণপূর্ব মেদিনীপুর জেলা রিপোর্টার্স ফোরামের উদ্যোগে আজ তমলুকের হসপিটাল মোড় ক্ষুদিরাম বসুর পাদদেশে পথচলতি মানুষদের মাস্ক বিতরণ করা হয়। এদিন পথচলতি…
জেলা রিপোর্টার্স ফোরামের উদ্যোগে আজ তমলুকের হসপিটাল মোড়ে পথচলতি মানুষদের মাস্ক বিতরণ
পূর্ব মেদিনীপুর জেলা রিপোর্টার্স ফোরামের উদ্যোগে আজ তমলুকের হসপিটাল মোড় ক্ষুদিরাম বসুর পাদদেশে পথচলতি মানুষদের মাস্ক বিতরণ করা হয়। এদিন পথচলতি মানুষদের মাক্স পরিয়ে দেন পূর্ব মেদিনীপুর জেলার শাসক পূর্ণেন্দু মাঝি,পুলিশ সুপার কে অমরনাথ, অতিরিক্ত পুলিশ সুপার এম এম হাসান, জেলাশাসক জেলা পরিষদ শ্বেতা আগারওয়াল প্রমূখ। এদিন জেলাশাসক বলেন করোনা মহামারী কে প্রতিরোধ করার জন্য মাস্কের কোন বিকল্প নেই। তাই মাস্ক পরুন। সাংবাদিকদের অভিনন্দন জানাই তাদের এই উদ্যোগ নেওয়ার জন্য। এদিকে পূর্ব মেদিনীপুর জেলা রিপোর্টার্স ফোরামের সদস্যরা পথ চলতি মানুষদের মুখে মাস্ক পরিয়ে দেয়।
No comments