Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মহিষাদলব্লকের মধ্যে প্রথম অটল টিংকারিং ল্যাবরেটরী উদ্বোধনে- বিধায়ক

মহিষাদলব্লকের মধ্যে প্রথম অটল টিংকারিং ল্যাবরেটরী উদ্বোধনে- বিধায়ক
পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল পঞ্চায়েত সমিতির অন্তর্গত লক্ষ্যা হাইস্কুলের প্রধান শিক্ষক দেবাশীষ পাহাড়ি , বিদ্যালয়ে Atal Tinkering Lab উদ্বোধন প্রসঙ্গে বলেন,প্র…

 




মহিষাদলব্লকের মধ্যে প্রথম অটল টিংকারিং ল্যাবরেটরী উদ্বোধনে- বিধায়ক


পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল পঞ্চায়েত সমিতির অন্তর্গত লক্ষ্যা হাইস্কুলের প্রধান শিক্ষক দেবাশীষ পাহাড়ি , বিদ্যালয়ে Atal Tinkering Lab উদ্বোধন প্রসঙ্গে বলেন,প্রায় সার্ধশতবর্ষ সমাসন্ন আমাদের প্রিয়  বিদ্যালয় লক্ষ্যা হাইস্কুলের এগিয়ে চলার ইতিবৃত্তে আজকের দিনটা বিশেষভাবে উল্লেখযোগ্য হয়ে রইল।প্রথাগত পড়াশোনার সমান্তরালে যে গুটিকয় ছাত্র/ছাত্রীর বিশেষ উদ্ভাবনী শক্তি থাকে যেগুলো পরিচর্যার অভাবে হয়ত অপ্রকাশ্য থেকে যায়, সেই সম্ভাবনাকে বাস্তবায়নের লক্ষ্যে এই Innovation laboratory অত্যন্ত সদর্থক ভূমিকা নিতে পারে বলে আমার বিশ্বাস।  NIITI AYOG, New Delhi র অর্থানুকূল্যে এই পরীক্ষাগারের পথ চলা শুরু হল। আমরা গর্বিত যে বেশ কয়েকজন কৃতী ব্যক্তি ও আধিকারিক মহাশয়/ মহাশয়ার নন্দিত সান্নিধ্য লাভ করেছি আমরা। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শ্রী তিলক কুমার চক্রবর্তী, বিধায়ক, মহিষাদল , মহাশয়। প্রধান অতিথি হিসেবে শ্রী শুভাশিস মিত্র, জেলা বিদ্যালয় পরিদর্শক ( মাধ্যমিক) মহোদয়ের মননশীল বক্তৃতা অনুষ্ঠানকে আলাদা মাত্রা দিয়েছে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী সুধাংশু মণ্ডল, চেয়ারম্যান, হলদিয়া পৌরসভা, মহোদয়। বর্তমান সময়ের অন্যতম তরুণ গবেষক অধ্যাপক ড: অনির্বাণ দাস মহাশয়ের বক্তৃতা সবাইকে মুগ্ধ করেছে। সহকারী জেলা বিদ্যালয় পরিদর্শক হিসেবে সম্মাননীয় অতিথির আসন অলংকৃত করেছেন শ্রী আশিস কুমার মহাপাত্র মহাশয়, শ্রী স্বপন কুমার জানা মহাশয়; হলদিয়া মহকুমার সহকারী বিদ্যালয় পরিদর্শক শ্রী রুদ্র নারায়ণ দোলই মহাশয়। আমরা নন্দিত সাহচর্য পেয়েছি শ্রীমতী শিউলি দাস, সভাপতি, মহিষাদল পঞ্চায়েত সমিতি, মহাশয়ার। মাননীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমতী অনপা দাস, প্রধান, লক্ষ্যা ১ জি. পি; শ্রীমতী সীমা মাইতি, প্রধান, লক্ষ্যা ২ জি.পি.; শ্রী সন্তোষ কুমার কলা, উপ-প্রধান, লক্ষ্যা ১ জি. পি.; শ্রী সুদর্শন মাইতি, উপ-প্রধান, লক্ষ্যা ২ জি.পি., শ্রী মানস কুমার পণ্ডা, শিক্ষা কর্মাধ্যক্ষ, মহিষাদল পঞ্চায়েত সমিতি; শ্রী সুভাষ জানা, সঞ্চালক, লক্ষ্যা ১ মহাশয়/ মহাশয়াগণ। গৌরবময় উপস্থিতি ছিল কতিপয় প্রধান শিক্ষক/ শিক্ষিকা, শুভানুধ্যায়ী মহাশয়/ মহাশয়াগণের। আমার সম্মাননীয় সহকর্মীরা পাশে থেকে এই অনুষ্ঠানকে সফলতা দান করেছেন। অনুষ্ঠানটি সার্থক রূপ পেয়েছে কতিপয় দায়িত্বনিষ্ঠ সাংবাদিক মহাশয়ের কোমল উপস্থিতিতে। সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি। এই উন্নত মানের পরীক্ষাগার যাতে উপযুক্ত ছাত্র /ছাত্রী তৈরিতে নিয়োজিত থাকে, যাতে সমাজ কল্যাণে ভাবী গবেষক উপহার দিতে পারে আমাদের এই নতুন প্রয়াস তার জন্য সকলের আশীর্বাদ ও সহমর্মিতা কামনা করি।


No comments