Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পৃথ্বী" সাহিত্য পত্রিকা -সপ্তম বর্ষে সপ্তম সংখ্যা প্রকাশিত হয়েছে

পৃথ্বী" সাহিত্য পত্রিকা -সপ্তম বর্ষে সপ্তম সংখ্যা প্রকাশিত হয়েছে
সবার শুভেচ্ছা ও শুভকামনায় "পৃথ্বী" সাহিত্য পত্রিকা -সপ্তম বর্ষে সপ্তম সংখ্যা ২০২১, ১৪ ই নভেম্বর প্রকাশিত হয়েছে/ এবারে প্রবন্ধ লিখেছেন, অধ্যাপিকা সুপ্র…

 


পৃথ্বী" সাহিত্য পত্রিকা -সপ্তম বর্ষে সপ্তম সংখ্যা প্রকাশিত হয়েছে


সবার শুভেচ্ছা ও শুভকামনায় "পৃথ্বী" সাহিত্য পত্রিকা -সপ্তম বর্ষে সপ্তম সংখ্যা ২০২১, ১৪ ই নভেম্বর প্রকাশিত হয়েছে/ 

এবারে প্রবন্ধ লিখেছেন, অধ্যাপিকা 

সুপ্রিয়া দত্ত ,অধ্যাপক দীপময় কুণ্ডু, অধ্যাপক ডঃ লায়েক আলি খান, অধ্যাপক ডঃ তাপস বসু, অধ্যাপক ডঃ হরিপদ মাইতি, অধ্যাপক ডঃ কার্ত্তিক চন্দ্র মণ্ডল,ডঃ কমল কুমার কুণ্ডু, ডঃ সুশীল ভট্টাচার্য, ডঃ বিমলচন্দ্র চট্টোপাধ্যায়, অধ্যাপিকা ডঃ অলিভা দাক্ষী, অধ্যাপক ডঃ অনির্বান সাহু,অধ্যাপিকা ডঃ রমা 

দাস,ডঃ প্রভাত কুমার দাস,অধ্যাপক 

ডঃ সুব্রত কুমার পাল,শ্রী অরূপ কুমার ভৌমিক,শ্রী প্রশান্ত কুমার প্রামাণিক ,রাঁচি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক ডঃ 

চিত্তরঞ্জন লাহা ও শ্রী দেবপ্রসাদ রায় ( মিঠুদা),(প্রাক্তন সাংসদ- রাজ্যসভা)

/কবিতা দিয়েছেন - শ্যামল কান্তি দাশ,রতনতনু ঘাটী, অজিত বাইরী,মানস কুমার চিনি, অলক্তিকা চক্রবর্তী, সুস্মেলী দত্ত, ঋত্বিক ত্রিপাঠী, তাপস বৈদ্য,

গৌতম ভট্টাচার্য,সমাজ বসু, সন্দীপ 

কাঞ্জিলাল, সন্তোষ কুমার মাজী, সুনীল মাজি, তৈমুর খান,মঞ্জীর বাগ,

লক্ষ্মী কান্ত মণ্ডল, প্রাণনাথ শেঠ,আবু 

রাইহান, অরিন্দম প্রধান, গোবিন্দ বারিক  বনশ্রী রায় দাস,অশোক লাটুয়া,অশোক কুমার বাগ,

রাজকুমার আচার্য, অমৃতা খেটো,

খুকু ভূঞ্যা  পৃথ্বী বটব্যাল, নীলোৎপল 

জানা, সোমা প্রধান,নিমাই মাইতি, 

সর্বাণী দাস,মোনালিসা পাহাড়ী, আনন্দ মোহন দাস,শুভঙ্কর দাস,

শ্যামল রক্ষিত,মধুসূদন ঘাটী,দুরন্ত 

বিজলী, জয়ন্ত দত্ত, চন্দন দাস ও

আরও অনেকে/গল্প লিখেছেন-

অধ্যাপক ডঃ সুকান্ত পাল,শ্রী সুকুমার 

রুজ ও ডাঃ অসীম শীল/ সম্পাদনা-

শ্রী সনৎকুমার বটব্যাল (হরিপদ কেরানী)২১/১১তেঘরিয়া ,নন্দনকানন,কলকাতা-৭০০১৫৭,পশ্চিমবঙ্গ,

ভারত থেকে প্রকাশিত/

No comments