Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

এগরায় খেলার উদ্বোধনে মন্ত্রী অখিল গিরি

এগরায় খেলার উদ্বোধনে মন্ত্রী অখিল গিরি
প্রদীপ কুমার মাইতি ,তমলুক,এগরা শহরের ১৪ নং ওয়ার্ডের আদলাবাদ ঐক্যতান ক্লাবের আয়োজনে ২৯ বর্ষীয় নক আউট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মৎস্য মন্ত্রী …

 




এগরায় খেলার উদ্বোধনে মন্ত্রী অখিল গিরি


প্রদীপ কুমার মাইতি ,তমলুক,এগরা শহরের ১৪ নং ওয়ার্ডের আদলাবাদ ঐক্যতান ক্লাবের আয়োজনে ২৯ বর্ষীয় নক আউট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মৎস্য মন্ত্রী অখিল  গিরি, পটাশপুরের বিধায়ক উত্তম বারিক, কবিতা প্রধান, প্রধান শিক্ষক ভক্তিপদ দাস, উত্তম দাস, কৌস্তভ দাস, মামুদ হোসেন, স্বপন নায়ক, শেখ সুরজ আলি, ক্লাবের সম্পাদক সুশান্ত মান্ডি, সভাপতি সূর্যেন্দু গিরি, দেবশঙ্কর মাইতি, নাড়ু মাইতি, তোতন পাত্র, সিন্টু জানা প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ।পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন, এগরা পৌরসভার প্রশাসকমন্ডলী র চেয়ারপারসন স্বপন নায়ক, তাপস পন্ডা, সুকুমার খাটুয়া, শঙ্কর মাইতি, সূরজ আলি প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ।দুলুরানি ডিঙাল স্মৃতি মঞ্চে রাধাকৃষ্ণ জানা ও বাসন্তী পণ্ডা স্নৃতি কাপ নক আউট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয় নেহেরু ফ্রেন্ডস অ্যাসোসিয়েশান ও রানার্স হয় অমর্ষী ক্রিকেট একাদশ। চ্যাম্পিয়ান দলকে ট্রফি ও নগদ ১৫ হাজার টাকা তুলে দেন প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন, পৌর প্রশাসক স্বপন নায়ক।রানার্স দল অমর্ষী ক্রিকেট একাদশ কে ট্রফি সহ ১০ হাজার টাকা তুলে দেওয়া হয়। সকলকে ধন্যবাদ জানান  ঐক্যতান ক্লাবের সভাপতিসূর্যেন্দু  গিরি, সহ সভাপতি চন্দন দাস ও সম্পাদক সুশান্ত মান্ডি।খেলা পরিচালনা করেন শঙ্কর পাণ্ডে ও সমিত রঞ্জন দাস।

No comments