Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

নরঘাটের ছেলে মহম্মদ শেখ আরেফুলের হাতে ইন্ডিয়া বুক অফ রেকর্ডের মেডেল ও শংসাপত্র

পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার নরঘাটের ছেলে মহম্মদ শেখ আরেফুলের  হাতে ইন্ডিয়া বুক অফ রেকর্ডের মেডেল ও শংসাপত্র
" ঝড় ঝাপটা, সফলতা,কয়েনের এপিঠ ওপিঠ,বিজয়ের জেদ উল্টিয়ে গাই,সফলতার সংগীত "এই সুরেই সুরভিত ইন্ডিয়া বুক …

 




পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার নরঘাটের ছেলে মহম্মদ শেখ আরেফুলের  হাতে ইন্ডিয়া বুক অফ রেকর্ডের মেডেল ও শংসাপত্র


" ঝড় ঝাপটা, সফলতা,

কয়েনের এপিঠ ওপিঠ,

বিজয়ের জেদ উল্টিয়ে গাই,

সফলতার সংগীত "এই সুরেই সুরভিত ইন্ডিয়া বুক অফ রেকর্ড জয়ী নরঘাটের ছেলে মহম্মদ শেখ আরেফুল। নরঘাটের প্রত্যন্ত গ্রাম গিরিরচকে বাড়ি আরেফুলের। আরেফুল একদিকে সাংবাদিক, কুইজ মাস্টার ও অন্যদিকে সমাজকর্মী,পরিবেশ কর্মীও বটে৷এককথায় বহুমুখী প্রতিভাসম্পন্ন ছেলে আরেফুল৷ প্রায় ৫-৬ বছর ধরে সাংবাদিকতা ও সমাজকর্মী ও পরিবেশ কর্মী হয়ে কাজ করে চলেছেন আরেফুল৷সেই সুবাদে ইন্ডিয়া বুক অফ রেকর্ডে আরেফুলের নাম নথিভুক্ত হয়েছে। আরেফুল সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে থাকা এক স্বপ্নের  ফেরিওয়ালা৷ নরঘাট কুইজ ফোরামের  কর্ণধার ও সম্পাদক হিসেবে কর্মরত তাছাড়া একাধিক পদে নিযুক্ত আরেফুল । সাথে সবুজ গড়া তার নেশা। আরেফুল ছোটোবেলা থেকেই অসহায় ও দরিদ্র মানুষের সাথে ও পাশে থেকে কাটিয়েছে বেশ কয়েকটি বছর।ফোনে অসহায় মানুষের করুন কষ্টের খবর আসা মাত্রই  দিনরাত এক করে মানুষের পাশে থেকেছে আরেফুল৷গত লকডাউন এবং বন্যা পরিস্থিতিতে  আরেফুল ও তার বন্ধুরা মিলে নরঘাট ও বেশকিছু এলাকায় এলাকায়  চাল,ডাল,সোয়াবিন,সাবান,মাস্ক,স্যানিটাইজার,বিস্কুট ,ঔষধ ও শিশুদের বেবি ফুডও তুলে দিয়েছে বন্যাকবলিত, লকডাউনে ঘরবন্দী পরিবার ও অসুস্থ মানুষের হাতে৷

আরেফুল ইন্ডিয়া বুক অব রেকর্ড সহ একাধিক সম্মানে সম্মানিত হয়েছে।

 আরেফুলের বাবা ও মা জানান,ছেলের এমন সাফল্যের জন্য পুরো পরিবার আনন্দিত৷এছাড়াও বলেন,আমার ছেলে আরেফুল সাংবাদিকতা করার পাশাপাশি সমাজকর্মী হয়ে কাজ করায় সবসময় আমরা ওকে সার্পোট ও সহযোগিতা করতাম৷আমরা চাই আমার ছেলে আরেফুল আরো এগিয়ে যাক৷পূর্ব মেদিনীপুরের নাম উজ্জ্বল করুক ৷পরিশেষে ইন্ডিয়া বুক অফ রেকর্ড জয়ী আরেফুল নিজেই বলেন,এই রেকর্ড বা সাফল্যের পেছনে আমার মা ও বাবার পাশাপাশি সহযোগি বন্ধু-বান্ধবী , দাদা-দিদি ও আমার কাছের ব্যক্তিবর্গদের ভূমিকা অপরিসীম।উনারা না সহযোগিতা করলে আজ এই রেকর্ড বা সাফল্য আমার হাতে এসে পৌছাত না৷তাই উনাদের প্রতি আমি কৃতজ্ঞতা ভালোবাসা ও শ্রদ্ধা জানাই৷এছাড়াও আরেফুল বলেন , আমি সাংবাদিকতায় বিশেষ কিছু খবর করায় এই সাফল্য ৷আমি এই রেকর্ড করায় আমার পরিবারের পাশাপাশি এলাকাবাসীও ভীষন খুশি হয়েছে ও শুভেচ্ছা জানিয়েছে৷


যোগাযোগ -  9593788597 (আরেফুল )

No comments