হলদিয়া ট্রাফিক পুলিশের উদ্যোগে পথ নিরাপত্তা দিবস পালিত হল
সেভ লাইফ সেফ ড্রাইভ পথ নিরাপত্তা দিবস, হলদিয়া মহাকুমার পুলিশের উদ্যোগে পালিত হলো। পূর্ব মেদিনীপুর জেলার শিল্পশহর হলদিয়া সিটি সেন্টার থেকে রিলাক্স কারখানা গেট পর্যন্ত সুস…
হলদিয়া ট্রাফিক পুলিশের উদ্যোগে পথ নিরাপত্তা দিবস পালিত হল
সেভ লাইফ সেফ ড্রাইভ পথ নিরাপত্তা দিবস, হলদিয়া মহাকুমার পুলিশের উদ্যোগে পালিত হলো। পূর্ব মেদিনীপুর জেলার শিল্পশহর হলদিয়া সিটি সেন্টার থেকে রিলাক্স কারখানা গেট পর্যন্ত সুসজ্জিত একটি রেলি অনুষ্ঠিত হয়।১৭-২২ জানুয়ারী ২২" সেভ ড্রাইভ সেফ লাইফ হলদিয়া ট্রাফিক পুলিশের উদ্যোগে গাড়ির ড্রাইভার হেল্পার এবং রিলায়েন্সের শ্রমিক-কর্মচারীদের নিয়ে সুসজ্জিত রেলি অনুষ্ঠিত হয়। রিলায়েন্স কারখানার ভিতরে শ্রমিক কর্মচারী এবং ড্রাইভার হেলপার দিয়ে মনোজ্ঞ ক্যুইজ কম্পিটিশন অনুষ্ঠিত হয়। হলদিয়া ট্রাফিক পুলিশ সুরজিৎ চক্রবর্তী জানালেন রাস্তায় গাড়ি যারা ড্রাইভিং করে সেই সকল ড্রাইভার হেলপার দের নিয়ে আমরা ক্যুইজ কম্পিটিশন করেছি যাতে নিজে বাঁচো অপরকে বাঁচাও এই শ্লোগানকে সামনে রেখে পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে সপ্তাহব্যাপী ১৭-২২ জানুয়ারী রোড নিরাপত্তা দিবস পালিত হচ্ছে । আজ হলদিয়া রিলায়েন্স কারখানার ভিতরে আমরা সেই দিবসটি উদযাপন করলাম। রিলায়েন্স কারখানার টার্মিনাল ম্যানেজার বিশ্বজিৎ মজুমদার বলেন আমরা প্রত্যেকেই সচেতন ভাবে যদি পথে চলি তাহলে পথদুর্ঘটনা কমে যাবে ।সেই সচেতন করতে রিলায়েন্স এর অন্তর্গত ড্রাইভার হেল্পার এবং কারখানার শ্রমিকদের নিয়ে আমরা পথ সচেতনতা দিবস হিসেবে পালন করলাম।
No comments