আন্তঃজেলা দাবি মেনে মৌ স্বাক্ষরিত হলো,ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলদিয়া বাসী
প্রায় ৮কোটি টাকা ব্যয় করে আধুনিক হলদিয়া সেন্ট্রাল বাস স্ট্যান্ডের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন হলদিয়া রিফাইনারি এক্সিকিউটিভ ডাইরেক্টর পার্থ ঘোষ। তার আগ…
আন্তঃজেলা দাবি মেনে মৌ স্বাক্ষরিত হলো,ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলদিয়া বাসী
প্রায় ৮কোটি টাকা ব্যয় করে আধুনিক হলদিয়া সেন্ট্রাল বাস স্ট্যান্ডের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন হলদিয়া রিফাইনারি এক্সিকিউটিভ ডাইরেক্টর পার্থ ঘোষ। তার আগে ফলক ভাঙ্গা কে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে শিল্প শহরে।শুক্রবার ২১শে জানুয়ারী ২০২২, তারিখে, হলদিয়া পৌরসভার উদ্যোগে হলদিয়া পৌরসভার ২৯ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত টাউনশিপ সেন্ট্রাল বাসস্ট্যান্ড এর পূর্ব ঘোষিত শিলান্যাস কর্মসূচীর ঠিক আগে উল্লেখিত অনুষ্ঠানের প্রস্ত, মূল মঞ্চের ব্যানার এবং মুলমঞ্চের পারিকাঠামোকে ভাংচুর করা হয়। স্থানীয় সূত্রে প্রাক্তন চেয়ারম্যান বর্তমান তমলুক সাংগঠনিক জেলা কমিটির সভাপতি নাম না থাকায় এলাকার মানুষ হয়তো রাতে ভেঙেছে। সূত্রের খবর, উনার নিজস্ব ওয়ার্ডে, উনার নির্দেশ মতো, উনার অনুগামীরা এই দুষ্কর্ম করে এবং অনুষ্ঠান সংলগ্ন এলাকায় তালা লাগিয়ে দেয়। এরপরে তড়িঘড়ি নূতন ফ্লেক্স প্রিন্ট করে মূলমঞ্চে এবং ভিত্তিপ্রস্তর স্থাপন হবে সেখানে নাম দিয়ে লাগানো হয়।হলদিয়া শিল্পাঞ্চল তৈরি হওয়ার প্রথম থেকেই সেন্ট্রাল বাস স্ট্যান্ড ছিল। কিন্তু সময়ের পরিবর্তনের সাথে সাথে আধুনিক ধরনের সেন্ট্রাল বাস স্ট্যান্ড তৈরি করার পরিকল্পনা নেয় হলদিয়া পৌরসভা এবং হলদিয়া রিফাইনারি। সেইমতো শুক্রবার হলদিয়া রিফাইনারির এক্সিকিউটিভ ডাইরেক্টর পার্থ ঘোষ এর উপস্থিতিতে আধুনিক সেন্ট্রাল বাস স্ট্যান্ডের ভিত্তিপ্রস্তর স্থাপন হলো। উক্ত অনুষ্ঠানে গৌরবময় উপস্থিত ছিলেন মাননীয় শ্রী পার্থ ঘোষ , এক্সিকিউটিভ ডিরেক্টর হলদিয়া রিফাইনারি এবং হলদিয়া রিফাইনারি হেড, এবং মাননীয় শ্রী দেবপ্রসাদ মন্ডল, প্রাক্তন পৌর প্রধান হলদিয়া পৌরসভা ও বর্তমান ২৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর। ছিলেন বর্তমান চেয়ারম্যান মাননীয় সুধাংশু মন্ডল , হলদিয়া পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিলর (পূর্ত দপ্তর) আজগর আলি (পল্টূ) উপস্থিত ছিলেন হলদিয়া পৌরসভা স্বাস্থ্য দপ্তরে পৌর পরিষদ আজিজুল রহমান, পৌরসভার ভাইস চেয়ারম্যান নারায়ণ চন্দ্র প্রামাণিক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এছাড়া উপস্থিত ছিলেন IOCL আধিকারিক গণ এবং সম্মানী অতিথিবৃন্দ।
No comments