দিন দুপুরে ব্যাংক-ডাকাতির গ্রেপ্তার ১
দিন দুপুরে ব্যাংক-ডাকাতির গ্রেপ্তার ১ পূর্ব মেদিনীপুর জেলার শিল্পশহর হলদিয়া ব্রজলালচক তমলুক ঘাটাল কো-অপারেটিভ ব্যাংক দিন দুপুরে চাবি তালা ভাঙতে দেখতে পায় এলাকার কয়েকটি দোকানদার। ২৬ শে জানুয…
দিন দুপুরে ব্যাংক-ডাকাতির গ্রেপ্তার ১
দিন দুপুরে ব্যাংক-ডাকাতির গ্রেপ্তার ১
পূর্ব মেদিনীপুর জেলার শিল্পশহর হলদিয়া ব্রজলালচক তমলুক ঘাটাল কো-অপারেটিভ ব্যাংক দিন দুপুরে চাবি তালা ভাঙতে দেখতে পায় এলাকার কয়েকটি দোকানদার। ২৬ শে জানুয়ারি ৭৩ তম প্রজাতন্ত্র দিবসে ব্যাংক ছুটি ছিল।
সেই ছুটি কে কাজে লাগানোর জন্য দুষ্কৃতীরা একজায়গায় জোড়ো হয়ে ব্যাংকের প্রথম শাটারের তালা ভাঙ্গার চেষ্টা করে। এলাকার দোকান দেখতে পেয়ে ভবানীপুর থানার পুলিশকে খবর দেয়। কয়েকজন পালিয়ে যায়। সেখ আয়ুব বয়স ৩৭ বাড়ি উত্তর রানিচক এক জনকে পুলিশ গ্রেফতার করে। এই নিয়ে ব্রজলালচক বাজার এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। আজ তাকে হলদিয়া মহাকুমার আদালতে তুললে চার দিনের পুলিশ রিমান্ডে নেয় বলে জানা যায়।
No comments