Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়াভবনে বৈঠকে ঘোষণা নুতন আইএনটিটিইউসি সভাপতির নাম

হলদিয়াভবনে বৈঠকে ঘোষণা নুতন আইএনটিটিইউসি  সভাপতির নাম
১৮ জানুয়ারি  কারখানার অচলাবস্থা কাটাতে হলদিয়া দূর্গা চক থানার সভা ডাকা হয় সেই সভাতে ব্যাটারি কারখানার দুই শ্রমিক এবং পূর্ব মেদিনীপুর জেলা আইএনটিটিইউসি জেলা সভাপতি তাপস মাইত…

 




হলদিয়াভবনে বৈঠকে ঘোষণা নুতন আইএনটিটিইউসি  সভাপতির নাম


১৮ জানুয়ারি  কারখানার অচলাবস্থা কাটাতে হলদিয়া দূর্গা চক থানার সভা ডাকা হয় সেই সভাতে ব্যাটারি কারখানার দুই শ্রমিক এবং পূর্ব মেদিনীপুর জেলা আইএনটিটিইউসি জেলা সভাপতি তাপস মাইতি ও হলদিয়া পর্যবেক্ষক সঞ্জয় ব্যানার্জি গ্রেপ্তার হয়।গেই গ্রেপ্তার হওয়া পূর্ব মেদিনীপুর জেলা তমলুক সাংগঠনিক আইএনটিটিইউসি সভাপতি তাপস মাইতি ও হলদিয়ার পর্যবেক্ষক সঞ্জয় ব্যানার্জি গ্রেফতার হওয়ার পর হলদিয়া ভবনে হলদিয়া শিল্পাঞ্চল এলাকার আধিকারিকদের নিয়ে পর্যায়ক্রমে দুবার সভা করা হয় এবং পরবর্তীকালে সাংগঠনিক নেতৃত্ব দর নিয়ে সভা  ঘোষণা করা হয় তাদের সাসপেন্ড করা হয়েছে। 

পর পর দু দিন হলদিয়ার এক্সাইড কারখানায় শ্রমিক বিক্ষোভের ফলে  কাজের ক্ষতি হয় প্রায় ৩৫ কোটি টাকা। তাই কর্তৃপক্ষের পক্ষ থেকে দুর্গাচক থানায় এফ আই আর দায়ের করা হয়। মঙ্গলবার  সঞ্জয় ব্যানার্জী হলদিয়ার পর্যবেক্ষক ও তাপস মাইতি জেলা তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের সভাপতি  এদের গ্রেফতার করা হয়েছে।

 বুধবার১৯ জানুয়ারী এদের হলদিয়া মহকুমা আদালতে তোলা হল । হলদিয়া মহাকুমার আদালতে অন্তর্বর্তী জামিন পেলেন তাপস মাইতি এবং সঞ্জয় ব্যানার্জি । রাজ্য INTTUC এর সভাপতি ও শ্রম দপ্তরের মন্ত্রী মলয় ঘটক হলদিয়া শিল্পাঞ্চলের কর্তৃপক্ষদের সাথে বৈঠকে বসেন, তাঁরপর তাঁদের সিদ্ধান্ত মোতাবেক বর্তমানে নতুন তমলুক সাংগঠনিক জেলা INTTUCএর সভাপতি হলেন শিবনাথ সরকার। ঘোষণা করলেন রাজ্য আইএনটিটিইউসি সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও শ্রমমন্ত্রী মলয় ঘটক। তিনারা সে আগের মতই হেল্প নাম্বার চালু রাখলে কোন কারখানা শ্রমিক কোনোভাবেই অসুবিধা পড়লে সেই হেল্পলাইনে ফোন করবে বলেই জানালেন এবং সংগঠনের সিদ্ধান্ত মোতাবেক তাপস মাইতি এবং সঞ্জয় ব্যানার্জি কে দল থেকে সাসপেন্ড করা হলো বলে জানালেন রাজ্য আইএনটিটিইউসি সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় । কটাক্ষ করতে ছাড়লেন না বিএমএস রাজ্য সহ-সভাপতি প্রদীপ কুমার বিজলী তিনি বললেন দেরি হলেও সরকারের চৈতন্য হয়েছে, বারেবারে হলদিয়া শ্রমিক অসন্তোষ নিয়ে বিএমএস এর উপর দোষ চাপিয়ে দিত। কিন্তু নিজেদের ঘর নিজেরাই ঠিক রাখতে পারেননি অপরের উপর দোষ চাপিয়ে দেওয়া ছিল এই সরকারের কাজ । আগামী দিনে নিশ্চয়ই ভালো কাজ হবে বলে আমরা মনে করি। তবে দলটাইতো এই ধরনর যাদেরকে আনা হয়েছে তারা কতটা তোলাবাজ থেকে দূরে থাকবে সেটাই এখন দেখার বিষয়়।

No comments