Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কাঁথি লায়ন্স ক্লাবের সভাপতিকে সম্মান জ্ঞাপন আইনজীবীদের

কাঁথি লায়ন্স ক্লাবের সভাপতিকে সম্মান জ্ঞাপন আইনজীবীদের  
কাঁথি লায়ন্স ক্লাবের ৪৮তম সভাপতি সুস্মিত মিশ্রকে সম্মান জ্ঞাপন করলেন নাকি আদালতের আইনজীবীরা। কাঁথির সিভিল বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই সম্মান জ্ঞাপন করা হয়  ।কাঁথি সিভিল …

 




কাঁথি লায়ন্স ক্লাবের সভাপতিকে সম্মান জ্ঞাপন আইনজীবীদের  


কাঁথি লায়ন্স ক্লাবের ৪৮তম সভাপতি সুস্মিত মিশ্রকে সম্মান জ্ঞাপন করলেন নাকি আদালতের আইনজীবীরা। কাঁথির সিভিল বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই সম্মান জ্ঞাপন করা হয়  ।

কাঁথি সিভিল বার অ্যাসোসিয়েশনের সম্পাদক শুভদীপ বেরা  জানিয়েছেন  গত বছর করোনা ভ্যাকসিনেশনের শুরুর দিন থেকে  কাঁথি আদালতের আইনজীবীদের সুষ্ঠুভাবে টিকা প্রদানে নানাভাবে সহায়তা করেছেন কাঁথি লায়ন্স ক্লাবের সভাপতি সুস্মিত মিশ্র ।  

কাঁথি সিভিল বার অ্যাসোসিয়েশনের সভাপতি প্রবীণ আইনজীবী প্রভাংশু মাইতি জানিয়েছেন আইনজীবী ও তাঁদের পরিবারের সদস্যদের  ফাস্ট ডোজ, সেকেন্ড ডোজ এমনকি বর্তমানে করোনা ভ্যাকসিনের বুস্টার ডোজ প্রদানেও একই ভাবে অবদান রেখে চলেছেন কাঁথি লায়ন্স ক্লাবের এই নবীন সভাপতি।  

সিভিল বার অ্যাসোসিয়েশনের সদস্য আইনজীবী রামকৃষ্ণ পণ্ডা,অমিত ত্রিপাঠী,মঞ্জুর রহমান খান  প্রমুখরা জানিয়েছে  শুধু করোনা ভ্যাকসিনেশন নয় অন্যান্য সামাজিক ক্ষেত্রেও যখন যেভাবে আমরা চেয়েছি সুস্মিত মিশ্র আমাদের পাশে দাঁড়িয়েছেন ।তাই তাঁকে আমরা সম্মানিত করার সিদ্ধান্ত নেই।এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাঁথি পৌরসভার পৌর প্রশাসক হরিসাধন দাস অধিকারী, লায়ন্স ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক গভর্নর আশিস সালুই ,ভাইস ডিস্ট্রিক গভর্নর পার্থ চ্যাটার্জি সহ   লায়ন্স ক্লাবের অন্যান্য সদস্য সদস্যা এবং আইনজীবীরা  ।

কাঁথি সিভিল বার অ্যাসোসিয়েশনের সদস্য তথা আইনজীবীদের দেওয়া এই সম্মান তাঁকে সামাজিক কাজ করতে আরও উৎসাহী করে বলে জানিয়েছেন  কাঁথি লায়ন্স ক্লাবের সভাপতি সুস্মিত মিশ্র

No comments