উত্তর কাঁথি বিধানসভা কেন্দ্রে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপনউত্তর কাঁথি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ভাজাচাউলী গ্রাম পঞ্চায়েতে ভাজাচাউলী নারী শক্তি বিকাশ নান্দনিক প্রাথমিক বহুমুখী মহিলা সংঘ সমবায় সমিতি লিঃ এর উদ্যোগে জাতীয় কন্যা…
উত্তর কাঁথি বিধানসভা কেন্দ্রে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন
উত্তর কাঁথি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ভাজাচাউলী গ্রাম পঞ্চায়েতে ভাজাচাউলী নারী শক্তি বিকাশ নান্দনিক প্রাথমিক বহুমুখী মহিলা সংঘ সমবায় সমিতি লিঃ এর উদ্যোগে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন* উপস্থিত ছিলেন সুখ দুঃখের সাথী *সম্মানীয় শ্রী বিকাশ চন্দ্র বেজ মহাশয়* সহকারি সভাপতি কাঁথি 3 পঞ্চায়েত সমিতি, *সম্মানীয় নন্দ দুলাল মাইতি মহাশয়* সদস্য জেলা পরিষদ *সম্মানীয়া নন্দিতা আদক মহাশয়া* কর্মাধ্যক্ষ কাঁথি 3 পঃ সঃ *সম্মানীয় স্বপন বাগ মহাশয়* প্রধান ভাজাচাউলী গ্রাঃ পঃ, *সম্মানীয় নীলকমল ঘোড়াই মহাশয়* উপ-প্রধান ভাজাচাউলী গ্রাঃ পঃ, সম্মানীয় রবীন্দ্রনাথ বেরা সদস্য ভাজাচাউলী গ্রাঃ পঃ, সম্মানীয়া কমল মাইতি সুপারভাইজার কাজলা জনকল্যাণ সমিতি ও অন্যান্য ব্যক্তিবর্গ।
No comments