Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

আজ দুপুরে অতি বর্ষণে ইটভাটার মালিকদের মাথায় হাত

আজ দুপুরে অতি বর্ষণে ইটভাটার মালিকদের মাথায় হাত   
আজকের দুপুরে অতি বর্ষণে  মহিষাদল ব্লকের  বিভিন্ন ইটভাটা  গুলির মালিকদের মাথায় হাত পড়ল । প্রিন্স ইট ভাটার মালিক মানস জানা জানিয়েছেন আজকের অতিবর্ষণে প্রতিটি ইটভাটাগুলোতে দুই থে…

 



 আজ দুপুরে অতি বর্ষণে ইটভাটার মালিকদের মাথায় হাত   


আজকের দুপুরে অতি বর্ষণে  মহিষাদল ব্লকের  বিভিন্ন ইটভাটা  গুলির মালিকদের মাথায় হাত পড়ল । প্রিন্স ইট ভাটার মালিক মানস জানা জানিয়েছেন আজকের অতিবর্ষণে প্রতিটি ইটভাটাগুলোতে দুই থেকে তিন লক্ষ কাঁচা ইট জলে ডুবে রয়েছে। ভাটা গুলিতে সবেমাত্র ইট পোড়ানো  শুরু হয়েছিল । তুফান ইটভাটার মালিক শেখ আবেদ আলী বলেন ইট ভাটা গুলিতে কাঁচা ইট পোড়ানো শুরু হয়েছে আগামী দিনের জন্য কাঁচা ইট আর পাওয়া যাবে না। ইটভাটার মালিকরা আর্থিক অনটনে ভীষণভাবে পড়বে। এক- একটি ইটভাটাতে ১৫০ থেকে ২০০ জন শ্রমিক দৈনন্দিন কাজ করছে

 তাদের জীবিকার জন্য । ভাটা গুলিতে ঝাড়খন্ড ও পুরুলিয়া থেকে আদিবাসী মহিলা থেকে পুরুষ শ্রমিকরা  তাদের কচিকাঁচা শিশুদের নিয়ে কাজ করতে এসেছি। এবছর আকাশের যা অবস্থা মালিকপক্ষ রা আর্থিক ক্ষতির দিক থেকে বারে বারে মার খাচ্ছেন। কাঁচা ইট তৈরি করতে পারছে নাবলে জানালেন নবনির্মিত রাস্কেল ইটভাটার মালিক অনাথ বন্ধু বেরা । আদিবাসী শ্রমিকরা জানিয়েছেন মালিকপক্ষ ইট ভাটা বন্ধ করে দিলে আমরা অসময়ে আমাদের কচিকাঁচা শিশুদের নিয়ে কোথায় যাব  ?

No comments