Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মহিষাদল বাসুলিয়া গ্রামীণ হাসপাতালের স্বাস্থ্যকর্মীকে বুস্টার ডোজ টিকা দেওয়া হচ্ছে

মহিষাদল বাসুলিয়া গ্রামীণ হাসপাতালের স্বাস্থ্যকর্মীকে বুস্টার ডোজ টিকা দেওয়া হচ্ছে

  তপন জানা :  মহিষাদল, করোনা  অতি মহামারী তৃতীয় ঢেউ তথা ওমিক্রণ  আবহে স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত করো না যোদ্ধাদের প্রতি সতর্কতামূলক ব্যবস্থা…

 




 মহিষাদল বাসুলিয়া গ্রামীণ হাসপাতালের স্বাস্থ্যকর্মীকে বুস্টার ডোজ টিকা দেওয়া হচ্ছে



  তপন জানা :  মহিষাদল, করোনা  অতি মহামারী তৃতীয় ঢেউ তথা ওমিক্রণ  আবহে স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত করো না যোদ্ধাদের প্রতি সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের বিশেষ টিকাকরণ কর্মসূচি শুরু হল মহিষাদল বাসুলিয়া গ্রামীণ  হাসপাতালে।


মহিষাদল বাসুলিয়া গ্রামীণ হাসপাতাল এর বিএমও এইচ তথা ব্লক স্বাস্থ্য আধিকারিক ডা: ইন্দ্রানী দেবনাথ জানিয়েছেন ১০ জানুয়ারি সোমবার ,প্রথম বুস্টারডোজ  কর্মসূচি শুরু হয়েছে। প্রথমে স্বাস্থ্য কর্মীদের মধ্যে টিকা প্রয়োগ করা হয় ।তারপর প্রথম সারির করোনা  যোদ্ধা সহ ৬০ বছরের অধিক বয়স্কদের ক্রম অনুযায়ী এই টিকা প্রদান করা হচ্ছে। এই ডোজ পাবেন চিকিৎসক,  স্বাস্থ্যকর্মী, পুলিশসহ ফ্রন্ট লাইন ওয়ার্কার্স ও ষাটোর্ধ্বরা । গতকাল মহিষাদল  বাসুলিয়া গ্রামীণ হাসপাতাল বুস্টার ডোজ ১৯১ জনকে  এবং আজ ২৩৩ জনকে বুস্টার ডোজ দেওয়া হয়েছে বলে জানান ব্লক স্বাস্থ্য আধিকারিক ডা: ইন্দ্রানী দেবনাথ। এদের মধ্যে বুস্টার ডোজ নিয়েছেন মহিষাদল গ্রামীণ হাসপাতালের চিকিৎসক ডাক্তার মোহনলাল  ঘোড়ই ,স্বাস্থ্য কর্মী, শিক্ষক-শিক্ষিকা , ষাটোর্ধ্ব বৃদ্ধ-বৃদ্ধাএবং বিভিন্ন নার্সিংহোমে নার্সিং স্টাফ।

No comments