Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

নাবালিকা, প্রাণনাশের হুমকি দিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগ মেসোমশাইয়ের নামে

নাবালিকা, প্রাণনাশের হুমকি দিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগ মেসোমশাইয়ের নামে
নিজের মেসোমশাইয়ের কুমতলবের শিকার হল এক খুদে স্কুল পড়ুয়া। অভিযুক্ত নিজের বাড়িতেই একাধিকবার ধর্ষণ করে তাকে। নির্যাতিতার মায়ের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার কর…

 




  নাবালিকা, প্রাণনাশের হুমকি দিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগ মেসোমশাইয়ের নামে


নিজের মেসোমশাইয়ের কুমতলবের শিকার হল এক খুদে স্কুল পড়ুয়া। অভিযুক্ত নিজের বাড়িতেই একাধিকবার ধর্ষণ করে তাকে। নির্যাতিতার মায়ের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত মেসোমশাইকে। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলায়।পূর্ব মেদিনীপুরের খেজুরি থানার কৃষ্ণনগর এলাকার বাসিন্দা অভিযুক্ত নিতাই মণ্ডল। দশম শ্রেণীর ছাত্রী ওই নির্যাতিতা নাবালিকার বাড়ি খেজুরি থানার হলুদবাড়ী গ্রাম পঞ্চায়েত এলাকায়। নিতাই সম্পর্কে তার নিজের মেসোমশাই হয় মেয়েটির। বাবা-মা কর্মসূত্রে ভিনরাজ্যে থাকায় সে কৃষ্ণনগরের একটি হস্টেলে থাকতো। তার হস্টেলের পাশেই ছিল মেসোর বাড়ি। মাঝে মধ্যেই ঘুরতে চলে যেতো মেয়েটি।লকডাউনের কারণে মেসো বাড়িতেই থাকতে শুরু করে মেয়েটি। সেই সুযোগ কাজে লাগিয়েই নিজের শ্যালিকার মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলে অভিযুক্ত নিতাই। একবার নয় একাধিকবার জোর করে ধর্ষণ করা হয় তাঁকে। এমনকি, কাউকে এই বিষয়ে জানালে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। ভয়ে মেয়েটিও দীর্ঘদিন মুখ বুজে অত্যাচার সহ্য করে।তবে বাবা মা বাড়ি ফিরলে তাদের সব কথা খুলে জানায় নির্যাতিতা। খেজুরি থানায় নিতাই মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে নাবালিকার মা। অভিযোগ পেয়ে শুক্রবার অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে ৩৭৬(২) পকসো আইনে মামলা রুজু করা হয়। হেড়িয়া তদন্ত কেন্দ্র এই ঘটনার তদন্ত শুরু করেছে। শনিবার কাঁথি মহকুমা আদালতে তোলা হলে ১৪ দিনের জেল হেফাজত দেওয়া হয় নিতাই মণ্ডলকে। তার জামিনও নাকচ করে দেয় বিচারক। অভিযুক্তের কঠোরতম শাস্তি দাবি করে নাবালিকার মা এবং দুই গ্রামের বাসিন্দারা।

No comments