Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

খেজুরি কিষাণ স্বশক্তি ফার্মার্স প্রোডিউসার কোম্পানির ভিত্তিপ্রস্তর স্থাপন

খেজুরি কিষাণ স্বশক্তি ফার্মার্স প্রোডিউসার কোম্পানির ভিত্তিপ্রস্তর স্থাপন
সারা দেশ জুড়ে দশকের পর দশক ধরে  কৃষক তার উৎপাদিত দ্রব্যের প্রকৃত মূল্য থেকে বঞ্চিত হয়ে আসছে, পাশাপাশি উৎপাদন করার জন্যে যাযা দরকার লাগে তার জন্যেও মধ্যকার ব…

 


খেজুরি কিষাণ স্বশক্তি ফার্মার্স প্রোডিউসার কোম্পানির ভিত্তিপ্রস্তর স্থাপন


সারা দেশ জুড়ে দশকের পর দশক ধরে  কৃষক তার উৎপাদিত দ্রব্যের প্রকৃত মূল্য থেকে বঞ্চিত হয়ে আসছে, পাশাপাশি উৎপাদন করার জন্যে যাযা দরকার লাগে তার জন্যেও মধ্যকার ব্যাবসায়ীর উপর নির্ভরশীল হয়ে থাকতে হয় ফলে কৃষক দরিদ্র থেকে দরিদ্রতর হয়ে যাচ্ছে আর একশ্রেণীর মানুষ কৃষকদের লুটে নিচ্ছে|


গত দুই বছর ধরে কাজলা জনকল্যাণ সমিতির  উদ্যোগে খেজুরি ১নম্বর ব্লকে 750 জন কৃষকদের সঙ্গে নিয়ে কৃষক উৎপাদক সংস্থা বা ফার্মার্স প্রোডিউসার্স কোম্পানি তৈরী হয়েছে| এই কোম্পানি বর্তমানে লাখি, টিকাশি ও হেরিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় কাজ শুরু করেছেনা।

বর্তমানে এই সংস্থার উদ্যোগে এবং কাজলা জনকল্যান সমিতির সহযোগিতায় নানা ধরনের ব্যাবসায়িক কাজ শুরু করেছেন আজ তাদের নতুন প্রয়াস হিসেবে দেশীয় ধান থেকে চাল উৎপাদন কেন্দ্রর ভিত্তিপ্রস্থর স্থাপন হলো টিকাশি গ্রামপঞ্চায়েতের দক্ষিণ কলমদান গ্রামে| কোম্পানির পরিচালক মন্ডলীর সদস্যগণ  আসা করছেন আগামী দুই মাসের মধ্যে এই উৎপাদন কেন্দ্র কাজ শুরু করতে পারবে এবং এই তিন গ্রাম পঞ্চায়েতের শতাধিক কৃষক সরাসরি উপকৃত হবেন, আজকের এই ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠানে খেজুরি ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রাবনী মাইতি, পূর্ব মেদিনীপুর জেলাপরিষদের সদস্য বিমান নায়ক ও টিকাশি গ্রামপঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য ঝর্ণা গিরি, কাজলা জনকল্যান সমিতির প্রতিনিধি লীনা দে সহ কোম্পানির শেয়ার হোল্ডারগণ  উপস্থিতিতে ছিলেন| 

খেজুরি কিষাণ স্বশক্তি ফার্মার্স প্রোডিউসার কোম্পানির চেয়ারম্যান মনোরঞ্জন খাটুয়া উপস্থিত সকল গুণীজনদের কোম্পানির সাফল্যতা আনার জন্যে সকল স্তরের  সহযোগিতা করার আবেদন করেন এবং ধন্যবাদ জানান

No comments