পুত্র শোক ভুলে,বিধবা পূত্রবধূর বিয়ে দিলেন শ্বশুর,সাক্ষী থাকল একমাত্র নাতি
পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সদস্য নকুল ঘাঁটীর প্রশংসা হলদিয়া জুড়ে।
বিধবা বৌমার তিন বছরের একটি ছেলে থাকা সত্ত্বেও আজকে এক যুবকের সাথে বিবাহ দিলেন শ্বশুর নকুল ঘ…
পুত্র শোক ভুলে,বিধবা পূত্রবধূর বিয়ে দিলেন শ্বশুর,সাক্ষী থাকল একমাত্র নাতি
পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সদস্য নকুল ঘাঁটীর প্রশংসা হলদিয়া জুড়ে।
বিধবা বৌমার তিন বছরের একটি ছেলে থাকা সত্ত্বেও আজকে এক যুবকের সাথে বিবাহ দিলেন শ্বশুর নকুল ঘাঁটি। হলদিয়ার অনন্তপুর গ্রামের বাসিন্দা নকুল ঘাঁটির একটি বিবাহিত ছেলে সম্প্রতি গাড়ি দুর্ঘটনায় মারা যান। সেই ছেলের বিধবা বৌমা শুভ্রা মালাকার ঘাঁটি কে আজ ভবানীপুর থানার রাম গোপাল চক গ্রামের এক যুবক মধু সাঁতরার সাথে আনুষ্ঠানিকভাবে বিবাহ দিলেন।খুবই প্রশংসনীয় কাজ করে দেখালেন হলদিয়ার অনন্তপুর গ্রামের বাসিন্দা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সদস্য নকুল ঘাঁটি। পুত্রশোক ভুলে গিয়ে নিজের বিধবা বৌমা কে তিন বছরে নাতি সহ এক যুবকের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করলেন । নকুল বাবু বলেন ও আমার বউমা নয় আমার মেয়ে। তাই বাবার দায়িত্ব মেয়েকে বিবাহ দেওয়ার। আমি সেই কাজটাই বাবা হিসাবে আজকে( অর্থাৎ 3৩১ জানুয়ারি 2022 সোমবার )পালন করলাম ।
No comments