Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

নদী পাড়ে বড়োসড়ো ফাটল শ্রীরামপুর ২ নম্বর অঞ্চলের দোবাঁধী বাজারের পাশের নদীর পাড়ের ঘটনা

নদী পাড়ে বড়োসড়ো ফাটল শ্রীরামপুর ২ নম্বর অঞ্চলের দোবাঁধী বাজারের পাশের নদীর পাড়ের ঘটনা
নদী পাড়ে বড়োসড়ো ফাটল।ক্ষতির মুখে প্রায় ২৫-৩০ টি দোকান।ঘটনাটি ঘটেছে তমলুক ব্লকের  অন্তর্গত শ্রীরামপুর ২ নম্বর অঞ্চলের দোবাঁধী বাজারের পাশের নদীর…

 




নদী পাড়ে বড়োসড়ো ফাটল শ্রীরামপুর ২ নম্বর অঞ্চলের দোবাঁধী বাজারের পাশের নদীর পাড়ের ঘটনা


নদী পাড়ে বড়োসড়ো ফাটল।ক্ষতির মুখে প্রায় ২৫-৩০ টি দোকান।ঘটনাটি ঘটেছে তমলুক ব্লকের  অন্তর্গত শ্রীরামপুর ২ নম্বর অঞ্চলের দোবাঁধী বাজারের পাশের নদীর পাড়ে। কাঁসাই নদীর পাড়ে  প্রায় ১০০  ফুট ফাটল দেখা গিয়েছে।নদীর তীরে থাকা ২৫-৩০টি দোকান ধ্বংসের ফলে নদীর নিচে নেমে গেছে।প্রসঙ্গত গত শনিবার হালকা হালকা ফাটল ধরেছিলো সেই ফাটল বড়ো আকার ধারন করেছে সোমবার ১০ টা নাগাদ।স্থানীয়দের দাবী-" গত শনিবার হালকা ফাটল দেখা দিয়েছিল কেউ কেউ কিছু কিছু সরঞ্জাম সরিয়ে নিয়েছিলেন কেউ আবার কিছুই বের করতে পারেনি। সকাল দশটা নাগাদ হুড়মুড়িয়ে ৩০ টি দোকান নদীপাড় থেকে নিচে নেমে যায়।এই মুহূর্তে চরম ভোগান্তিতে ভুগছেন নদীপাড়ে থাকা ব্যবসায়ীরা ।তারা কি করবেন কিছুই খুঁজে পাচ্ছেন না। এই মুহূর্তে চাইছেন সরকারের সাহায্য।এই ফাটলের জেরে শ্রীরামপুর-পাঁশকুড়া গ্রামীণ রাস্তায় যানচলাচল বন্ধ হয়ে যায়।

No comments