Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সমাজবিরোধী দের বিরুদ্ধে সরব হলেন এলাকার মানুষ

সমাজবিরোধী দের বিরুদ্ধে সরব হলেন এলাকার মানুষ
পূর্ব মেদিনীপুরের দেশপ্রাণ ব্লকের সরদা অঞ্চলে র  দুরমুঠ বকুয়াবাঁধ ব্যবসায়ী সমিতির উদ্যোগে একাধিক দাবি নিয়ে গাছের গুঁড়ি ফেলে পথ অবরোধ করে বিক্ষোভ কর্মসূচী হয়। বকুয়াবাঁধ বাসস্ট্যান্ড…

 




 সমাজবিরোধী দের বিরুদ্ধে সরব হলেন এলাকার মানুষ


পূর্ব মেদিনীপুরের দেশপ্রাণ ব্লকের সরদা অঞ্চলে র  দুরমুঠ বকুয়াবাঁধ ব্যবসায়ী সমিতির উদ্যোগে একাধিক দাবি নিয়ে গাছের গুঁড়ি ফেলে পথ অবরোধ করে বিক্ষোভ কর্মসূচী হয়। বকুয়াবাঁধ বাসস্ট্যান্ডে ব্যবসায়ীদের সুরক্ষা, সমাজবিরোধী কার্যকলাপ বন্ধ করা, বেআইনী মদ বিক্রি বন্ধ করা, ভোট পরবর্তী সময়ে হাতীশাল বাজারে দোকান ভাঙচুরও মালপত্র লুটেরাদের শাস্তি ও ক্ষুতিপূরণ প্রদান, বালিয়া বাঁধে ইলেকট্রনিক্স দোকান লুটের আইনী ব্যবস্হা গ্রহন,মুকুন্দপুর বাজারে তোলা আদায় বন্ধ, বকুয়াবাঁধ স্ট্যান্ডে প্রাচীন বটগাছ ছেদন,ঘুমটি উচ্ছেদের প্রতিকার সহ দেশপ্রাণ ব্লক বিভিন্ন এলাকায় সমাজবিরোধী তান্ডবরোধ সহ মোকামগোড়া বস্তীতে বোমাবাজি বন্ধ করে শান্তি স্হাপন ইত্যাদি দাবীদাওয়ার ভিত্তিতে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচী হয়। পটাশপুরের বিধায়ক উত্তম বারিক ও জেলার প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন প্রমুখ কাঁথি থানার পুলিশ প্রশাসন সহ মহকুমা প্রশাসনের সাথে কথা বলে সমস্যা সমাধানের লক্ষ্যে  হস্তক্ষেপের দাবী করেন।বকুয়াবাঁধ ব্যবসায়ী সমিতির আহ্বায়ক সত্যব্রত মাইতি(সোনা) জানান প্রশাসনের আশ্বাসে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচী তুলে নেওয়া হয়।সমস্যার সুরাহা না হলে বৃহত্তর আন্দোলনের হুমকি দেন কর্মকর্তারা।

No comments