Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বঙ্গীয় স্বর্নশিল্পী সমিতির হলদিয়া শাখার দ্বাদশ বার্ষিকী তৃতীয় সম্মেলন

বঙ্গীয় স্বর্নশিল্পী সমিতির হলদিয়া শাখার দ্বাদশ বার্ষিকী তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত
পূর্ব মেদিনীপুর জেলার শিল্প সংস্কৃতির শহর হলদিয়া । হলদিয়া দূর্গাগা চকে  ৭ ই জানুয়ারী  বঙ্গীয় স্বর্নশিল্পী সমিতির হলদিয়া শাখার দ্বাদশ বার্ষিকী তৃতীয় …

 



বঙ্গীয় স্বর্নশিল্পী সমিতির হলদিয়া শাখার দ্বাদশ বার্ষিকী তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত


পূর্ব মেদিনীপুর জেলার শিল্প সংস্কৃতির শহর হলদিয়া । হলদিয়া দূর্গাগা চকে  ৭ ই জানুয়ারী  বঙ্গীয় স্বর্নশিল্পী সমিতির হলদিয়া শাখার দ্বাদশ বার্ষিকী তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়।


পূর্ব মেদিনীপুর জেলার শিল্প সংস্কৃতির শহর হলদিয়া । হলদিয়া দূর্গা চকে  ৭ ই জানুয়ারী  বঙ্গীয় স্বর্নশিল্পী সমিতির হলদিয়া শাখার দ্বাদশ বার্ষিকী তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন টগর চন্দ্র পোদ্দার - বঙ্গীয় স্বর্নশিল্পী সমিতির রাজ‍্য সাধারন সম্পাদক এবং অখিল ভারতীয় স্বর্নকার সংঘের কেন্দ্রীয় সম্পাদক, সঞ্জয় সর্দার - রাজ‍্য কমিটির আমন্ত্রিত সদস‍্য রাজ্য বঙ্গীয় স্বর্ণশিল্পী  সম্মেলনে উপস্থিত ছিলেন সত্যেন্দ্র নাথ নায়েক প্রমূখ। সম্মেলনে আগামী ২০২৬ সাল পর্যন্ত  কাজ করবে একটি কমিটি গঠন হয়।বিগত তিন বারের ন‍্যায় এবারেও চতুর্থ বারের জন‍্য বঙ্গীয় স্বর্ণ শিল্পী সমিতি হলদিয়া শাখা পূনরায় নির্বাচিত সম্পাদক হলেন মধুসূদন কুইলা।




সম্মেলনে মোট তিনটে পদের জন‍্য ভোটাভুটি হয়েছিল।
সভাপতি, কার্যকরী সভাপতি এবং সম্পাদক।
উপস্থিত সদস‍্যদের ভোটে সম্পাদক পদের জন‍্য সবচেয়ে বেশি (94%) ভোট পেয়েছেন : মধুসূদন কুইলা,
দ্বিতীয় স্থানে কার্যকরী সভাপতি পদে কার্তিক চন্দ্র দাসঅধিকারী ভোট পেয়েছেন 80% ভোট,
তৃতীয় স্থানে সভাপতি পদে জগদীশ চন্দ্র খাঁড়া ভোট পেয়েছেন 75% ভোট।

সম্মেলনে আগামী ২০২৬ সাল পর্যন্ত  কাজ করবে একটি কমিটি গঠন হয়।বিগত তিন বারের ন‍্যায় এবারেও চতুর্থ বারের জন‍্য বঙ্গীয় স্বর্ণ শিল্পী সমিতি হলদিয়া শাখা পূনরায় নির্বাচিত সম্পাদক হলেন মধুসূদন কুইলা।

No comments