গলায় মাদুলি ঝোলালেই পালাবে করোনা? হলদিয়ার আদালতে ধরা দিলেন মাদুলি বাবা
বাড়ির ভেতরে একটা মাদুলি ঝুলিয়ে রাখার সঙ্গে সঙ্গে গলাতেও একটা মাদুলি পরতে হবে। তা হলেই করোনাভাইরাস দূরে চলে যাবে! দাবি কাদের মিঞাকরোনাভাইরাসের হাত থেকে বাঁচতে…
গলায় মাদুলি ঝোলালেই পালাবে করোনা? হলদিয়ার আদালতে ধরা দিলেন মাদুলি বাবা
বাড়ির ভেতরে একটা মাদুলি ঝুলিয়ে রাখার সঙ্গে সঙ্গে গলাতেও একটা মাদুলি পরতে হবে। তা হলেই করোনাভাইরাস দূরে চলে যাবে! দাবি কাদের মিঞা
করোনাভাইরাসের হাত থেকে বাঁচতে হলদিয়ায় চলছিল মাদুলি কেনাবেচা। আর তা দেখেই অনেকে প্রশ্ন তুলেছেন, এবার কি তবে করোনা তাড়াতে ভরসা মাদুলি! করোনার জন্য অব্যর্থ দাওয়াই মাদুলি- এই মর্মে বিজ্ঞাপনী প্রচারকে সামনে রেখেই মাদুলি বিক্রি সুতাহাটা রামচন্দ্র পুর গ্রামে। গলায় মাদুলি ঝোলান, আর করোনা থেকে সেরে উঠুন।' এটাই স্লোগান ছিল। আর এই স্লোগানকেই সাইন বোর্ডে লিখে প্রকাশ্যে টাঙিয়েও দিয়েছিলেন হলদিয়ার সুতাহাটার সৈয়দ আবদুল কাদের মিঞা । ৭৭ বছরের আবদুল কাদেরের অদ্ভুত দাবিতে সাড়া দিচ্ছেন গ্রামের মানুষজন। লোকজন আসছেন এবং তাঁর বাড়ি থেকে মাদুলি কিনে নিয়েও যাচ্ছেন। সংবাদমাধ্যমের নজরে আসতেই ঘটে যায় বিপত্তি। একটা মাদুলির দাম এক হাজার থেকে ১৫ টাকা পর্যন্ত ধার্য রেখেছিলেন তিনি। দরিদ্র মানুষদের দামে ছাড় দিয়ে কম টাকায়ও বিক্রি চলছিল। যদিও করোনা ঠেকাতে মাদুলি তথ্য ভুল বলেই দাবি করছেন চিকিৎসক এবং বিজ্ঞান কর্মীরা। যুক্তিবাদীদের কথায়, মাদুলির বিষয়টি একেবারেই বুজরুকি।তার দাবিতে সোচ্চার হয় বিজ্ঞান মঞ্চ এবং যুক্তিবাদী চিকিৎসক তার ফলেই নড়েচড়ে বসে সুতাহাটা থানার পুলিশ প্রশাসন তিনি বেশ কিছুদিন বেপাত্তা ছিলেন অবশেষে আজ ২৪ শে জানুয়ারি তার উকিল এর মাধ্যমে হলদিয়া আদালতে স্যালেন্ডার হলেন। তার আইনজীবী জামিনের জন্য আবেদন করলেন কিন্তু আদালত জামিন নাকচ করে পুলিশ কাস্টডিতে রাখার রায় ঘোষণা করেন। হলদিয়া মহাকুমার আদালত বিচারক আগামী ২৭ শে জানুয়ারি তাকে পুনরায় কোর্টে তোলা হবে।
No comments