অনুষ্ঠিত হলো পূর্ব মেদিনীপুর শেষ্টোবল এসোসিয়েশন এর সাধারণ সভা হলদিয়া পুনর্বাসন বিদ্যানিকেতনে অনুষ্ঠিত হলো পূর্ব মেদিনীপুর শেষ্টোবল এসোসিয়েশন এর সাধারণ সভা।উক্ত সভায় সভাপতিত্ব করেন হলদিয়া পুনর্বাসন বিদ্যানিকেতনের প্রধাণ শিক্ষক ত…
অনুষ্ঠিত হলো পূর্ব মেদিনীপুর শেষ্টোবল এসোসিয়েশন এর সাধারণ সভা
হলদিয়া পুনর্বাসন বিদ্যানিকেতনে অনুষ্ঠিত হলো পূর্ব মেদিনীপুর শেষ্টোবল এসোসিয়েশন এর সাধারণ সভা।উক্ত সভায় সভাপতিত্ব করেন হলদিয়া পুনর্বাসন বিদ্যানিকেতনের প্রধাণ শিক্ষক তথা শিক্ষারত্ন ডঃ তপন জানা ,উপস্থিত ছিলেন ঢেকুয়া বিবেকানন্দ মিশন হাইস্কুলের প্রধান শিক্ষক মনিন্দ্রনাথ গায়েন,হাসনুহানা পত্রিকার সম্পাদক অরুণ কুমার দাস,ক্রিয়েটিব বেঙ্গল ফাউন্ডেশনের সভাপতি রাজর্ষী দাস, পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের প্রতিনিধ তথা পূর্ব মেদিনীপুর শেষ্টোবল এসোসিয়েশন এর সভাপতি অর্নব দেবনাথ,সহ-সভাপতি মন্ডলীর সদস্য প্রদীপ বক্সি,শিক্ষক শ্যামপদ পাত্র,শিক্ষক দিয়ানত আলি মোল্লা,সম্পাদক বুদ্ধদেব কর,বিশিষ্ট সমাজসেবী রবিন্দ্র নাথ খাটুয়া,তাপস রায়,রসময় দাস অধিকারী,হরিপদ দাস,তরণী সাৎরা,চন্দন মন্ডল,শিক্ষক সুকুমার শেঠ এছাড়াও জেলা কমিটির সকল সদস্য ও সদস্যাবৃন্দ।
উক্ত সভায় শেষ্টোবল এসোসিয়েশন এর এশিয়ান গেম নিয়ে আলোচনা হয় ও হস্তশিল্পীদের নিয়ে একটি মেলা করা হবে তা নিয়ে আলোচনা হয়।তার সাথে সাথে সর্বসম্মতিক্রমে এশিয়ান গেম ও মেলা পরিচালনার জন্য ১৫ জনের একটি কোর কমিটি তৈরী করা হয়।সেই কমিটির আহ্বায়ক করা হয় পূর্ব মেদিনীপুর শেষ্টোবল এসোসিয়েশন এর সভাপতি অর্নব দেবনাথ কে।
No comments