Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বিবেক চেতনা উৎসব -২০২২

বিবেক চেতনা উৎসব -২০২২

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দফতরের উদ্যোগে স্বামী বিবেকানন্দের ১৫৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে হলদিয়া পৌর বিবেক চেতনা উৎসব -২০২২ অনুষ্ঠিত হলো। উক্ত অন…

 




বিবেক চেতনা উৎসব -২০২২



মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দফতরের উদ্যোগে স্বামী বিবেকানন্দের ১৫৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে হলদিয়া পৌর বিবেক চেতনা উৎসব -২০২২ অনুষ্ঠিত হলো। উক্ত অনুষ্ঠানটি প্রথমে শুরু হয় দূর্গাচক পূর্ণ বাসন হাইস্কুলে সেখানে সবাই সমবেত হয়ে স্বামী বিবেকানন্দের মূর্তীতে মাল্যদান ও পুষ্পার্ঘ অর্পণ করেন। তারপর সেখান থেকে পদ যাত্রা সহকারে দূর্গাচক বিবেকানন্দ পার্কে গিয়ে সেখানে বিবেকানন্দের মূর্তীতে মাল্যদান ও পুষ্পার্ঘ অর্পণ করা হয় তারপর একে একে করে সকল অতিথিবর্গ স্বামী জিকে নিয়ে তার জীবনী সম্পর্কে বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের মন্ত্রীর প্রতিনিধি অর্নব দেবনাথ,হলদিয়া পৌরসভার ভাইস চেয়ারম্যান নারায়ণ চন্দ্র প্রামাণিক,চেয়ারম্যান ইন কাউন্সিল সেক আজগর আলী ও চেয়ারম্যান ইন কাউন্সিল জয়ন্তী রায় দন্ডপাঠ,কাউন্সিলারবৃন্দ বিমল মাঝি, প্রতিমা বেতাল,প্রদীপ দাস,সঞ্জয় দৌলয়,বিশিষ্ট সমাজসেবীবৃন্দ  রবীন্দ্রনাথ খাটুয়া,অরুণ কুমার দাস,মুজিব খান,তাপস রায়,বিশিষ্ট সমাজসেবীকা দিপালী দেবনাথ বাগ,শিখা নস্কর,মধুমিতা সাৎরা পাল,চৈতালী মজুমদার, রাধারাণী দাস,প্রীতিলতা সি,কেয়া দাস,ববিতা মিস্ত্রি এছাড়াও অনান্য বিশিষ্ট ব্যাক্তিবর্গ।পুরো অনুষ্ঠান টি সঞ্চালনা করেন হলদিয়া পৌরসভার যুব আধিকারিক সিদ্ধার্থ শুকুল।উক্ত অনুষ্ঠানে পথ চলতি মানুষদের মাস্ক বিতরণ করা হয় তারপর অনুষ্ঠানে উপস্থিত সকল ব্যাক্তিবর্গের হাতে বিবেকানন্দের বই তুলে দেওয়া হয়।

No comments