Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

তৃণমূলের পতাকা উত্তোলন করতে গিয়ে হলদিয়ার কারখানার গেটে তৃণমূলের শ্রমিক নেতা আক্রান্ত

তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে পতাকা উত্তোলন করতে গিয়ে হলদিয়ার কারখানার গেটে  তৃণমূলের শ্রমিক নেতা আক্রান্ত  তৃণমূলের 25 তম প্রতিষ্ঠা দিবসে সারা রাজ্যের পাশাপাশি হলদিয়া শিল্প নগরীতে বিভিন্ন জায়গায় ঘটা করে প্রতিষ্ঠা দিবস পালিত হচ্ছ…

 





তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে পতাকা উত্তোলন করতে গিয়ে হলদিয়ার কারখানার গেটে  তৃণমূলের শ্রমিক নেতা আক্রান্ত

  তৃণমূলের 25 তম প্রতিষ্ঠা দিবসে সারা রাজ্যের পাশাপাশি হলদিয়া শিল্প নগরীতে বিভিন্ন জায়গায় ঘটা করে প্রতিষ্ঠা দিবস পালিত হচ্ছে। হলদিয়ার ধানসিঁড়ি পেট্রোকেমিক্যালের কারখানার গেটে তৃণমূলের শ্রমিক ইউনিয়নের অফিসে তৃণমূলের পতাকা উত্তোলন করতে এসে আক্রান্ত হল তৃণমূলের ইউনিয়নের সম্পাদক। আক্রান্ত শ্রমিক নেতার নাম আশিষ মান্না। অভিযোগ , হঠাৎ গাড়িতে করে 70 জনের দুষ্কৃতী দল এসে তাকে ইউনিয়ন অফিসের ভেতরে বেধড়ক মারধর করে। মারধরের পর শ্রমিক নেতা ইউনিয়ন অফিসে অচৈতন্য অবস্থায় পড়ে থাকে। কারখানার শ্রমিকরা জানতে পেরে আক্রান্ত শ্রমিক নেতাকে হলদিয়া মহকুমা হাসপাতালে ভর্তি করে। হলদিয়া- মহকুমার  হাসপাতাল কর্তৃপক্ষ পরিস্থিতি আশঙ্কাজনক থাকায় তাকে অন্যত্র রেফার করে। শ্রীশ্রী কারখানার শ্রমিক সুভাষ চন্দ্র দাস বললেন আমরা সকলেই যেন ভয় ভীতির মধ্যে বসবাস করছি কারন আমরা 77 তৃণমূল করি বলেই তৃণমূলের তৃণমুলকেই কিছু অন্য দলের কর্মীদের সহযোগিতা নিয়ে তার  অভিযোগ। খবর নিচ্ছেন আইএনটিটিইউসি জেলা সভাপতি তাপস কুমার মাইতি এবং এই ধরনের ঘটনা অবাঞ্ছিত ঘটনা বলেও তিনি বললেন। তিনি বিজেপির শ্রমিক সংগঠন বিএমএস সদস্যরা এই ঘটনা ঘটিয়েছে বলেও তিনি বললেন।



No comments