Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়া রুচি ইন্ডিয়া স্টিল কারখানায় দ্বিপাক্ষিক চুক্তির মধ্য দিয়ে চার্টার্ড ডিমান স্বাক্ষরিত হয় চেয়ারম্যান জেলা INTUC আরিফ আহামেদ সেখ

হলদিয়া রুচি ইন্ডিয়া স্টিল কারখানায় দ্বিপাক্ষিক চুক্তির মধ্য দিয়ে চার্টার্ড ডিমান স্বাক্ষরিত হয় চেয়ারম্যান জেলা INTUC  আরিফ আহামেদ সেখ । তিনি বলেনরাজ্য INTUC সভাপতি এবং Ruchi Union এর সভাপতি সম্মানিত কামরুজ্জামান কামার সাহেব…

 




হলদিয়া রুচি ইন্ডিয়া স্টিল কারখানায় দ্বিপাক্ষিক চুক্তির মধ্য দিয়ে চার্টার্ড ডিমান স্বাক্ষরিত হয় চেয়ারম্যান জেলা INTUC  আরিফ আহামেদ সেখ । তিনি বলেন

রাজ্য INTUC সভাপতি এবং Ruchi Union এর সভাপতি সম্মানিত কামরুজ্জামান কামার সাহেবের নির্দেশ মতো, আজকে আমরা Ruchi Industries Ltd এর জেনারেল ম্যানেজার এবং Deputy Labour Commissioner ( Haldia) এবং Labour Commissioner, (Kolkata) এর কাছে INTUC ইউনিয়নের পক্ষ হয়তে শ্রমিকদের জন্য Charter Of Demand (COD) জমা দেওয়া হইল. INTUC পক্ষ হইতে শ্রমিকদের আন্তরিক অভিনন্দন। 

● গতকাল আমরা Ruchi Industries Ltd Charter Of Demand জমা দেওয়ার পর, বহু কোম্পানির শ্রমিক ভাইরা যোগাযোগ করে জানতে চাইছেন দাদা, সরকারি (রুলস) অনুযায়ী শ্রমিকের কতো বেতন আছে ? তাদের জন্য ।

● আমরা Ruchi কারখানার প্রায় ১৫০০ শ্রমিকদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী যে দাবী জমা দিয়েছি তাহার কপি প্রকাশ করিলাম। বর্তমানে যে শ্রমিকের ডেলি হাজিরা ৪৮০/= টাকা পাওয়ার কথা । (অনান্য ফ্যাসিলিটি বাদে) --> তাদেরকে ১৯০/= টাকা করে দেওয়া হচ্ছে Pay Slip নিচে দিলাম। 

● Ruchi কারখানার বহু শ্রমিক ২০০৩ সাল থেকে কাজ করছে, তাদের প্রাপ্য কি Daily Wages 190/= টাকা হওয়া উচিত বা No work / No Pay 

● তাই হলদিয়ার শ্রমিক ভাইদের কাছে আবেদন আপনাদের অধিকার বুঝে নেওয়ার সময় এসেছে,  কারণ :- ২০০৯ সালে লোকসভা এবং ২০১১ সালে বিধানসভা জেতানোর জন্য তৎকালীন সরকারের নেতাদের যেভাবে পরাস্ত করার জন্য আমাদের সঙ্গ দিয়েছিলেন, আমরাও সেদিন বুঝে উঠতে পারিনি "চোর তাড়িয়ে ডাকাত" ধরে আনবো । সেই শ্রমিক শোষণকারী "কন্ট্রাকটর" থেকে গিয়েছে ।

● আপনাদের শোষণ করা টাকাই একটি ক্ষুদ্র নেতার অট্টালিকা দেখে নেবেন, আর একজনকে দেখুন হলদিয়ার শোষণ করে এখন নিরুদ্দেশ ।

● পশ্চিমবঙ্গে প্রকৃত ট্রেড ইউনিয়ন করা  লোকের হাতে যদি শাষক দল ট্রেড ইউনিয়ন তুলে দিতেন, অন্তত শ্রমিক শোষণ থেকে মুক্ত হতেন, যাইহোক বর্তমানে আমরা ট্রেড ইউনিয়নের শিক্ষাগুরু দুজনের একজনকে হারিয়েছি, তিনার "আত্মার চির শান্তি" কামনা করি। আর একজনকে আমরা পেয়েছি - তাই হলদিয়ার শ্রমিক ভাইদের কাছে উপস্থাপন করিয়াছি, আপনাদের ন্যায্য অধিকারের জন্য আমরা সর্বদাই আপনাদের পাশে ছিলাম-আছি-থাকবো 




No comments