Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মানাকসিয়া অ্যালুমিনিয়াম কারখানায় যোগী রাজ্যের এক মৃত শ্রমিকের পরিবারের পাশে দাঁড়াল আইএনটিটিইউসি

মানাকসিয়া অ্যালুমিনিয়াম কারখানায় যোগী রাজ্যের এক মৃত শ্রমিকের পরিবারের পাশে দাঁড়াল আইএনটিটিইউসি

হলদিয়ার মানাকসিয়া অ্যালুমিনিয়াম কারখানায় যোগী রাজ্যের এক মৃত শ্রমিকের পরিবারের পাশে দাঁড়াল আইএনটিটিইউসি। শনিবার সকালে মৃত শ্রমিক সুভাষ…

 


মানাকসিয়া অ্যালুমিনিয়াম কারখানায় যোগী রাজ্যের এক মৃত শ্রমিকের পরিবারের পাশে দাঁড়াল আইএনটিটিইউসি



হলদিয়ার মানাকসিয়া অ্যালুমিনিয়াম কারখানায় যোগী রাজ্যের এক মৃত শ্রমিকের পরিবারের পাশে দাঁড়াল আইএনটিটিইউসি। শনিবার সকালে মৃত শ্রমিক সুভাষের(২৮) পরিবারকে ৩লক্ষ টাকা ক্ষতিপূরণের দাবি জানাল আইএনটিটিইউসি।


শুক্রবার সন্ধে বেলা ওই শ্রমিক ভারি ড্রাম চাপা পড়ে মারা যান। তাঁর বাড়ি উত্তরপ্রদেশের গোরক্ষপুরে।এদিন আইএনটিটিইউসির তমলুক জেলার সভাপতি তাপস মাইতি ও অন্যান্য শ্রমিক নেতৃত্ব সকাল সাড়ে ১০টা নাগাদ ওই কারখানা পরিদর্শনে যান। তাপসবাবু বলেন, শ্রমিক ইউনিয়নের তরফে প্রথমে সমস্ত শ্রমিকের কর্মস্থলে ইন্ডাস্ট্রিয়াল রুল মেনে সেফটি ও সিকিউরিটির দাবি জানানো হয়েছে। 

বিজ্ঞাপন


ওই কারখানায় সেফটি সংক্রান্ত নানা গাফিলতি রয়েছে বলে শ্রমিকরা অভিযোগ করেছেন। এবিষয়ে কারখানা কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে। কর্তৃপক্ষ মৃত শ্রমিককে ১লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে চেয়েছিল। ইউনিয়নের চাপে তা বাড়িয়ে ৩লক্ষ টাকা দিতে রাজি হয়েছ।

বিজ্ঞাপন


 এছাড়া ওই শ্রমিকের পরিবারের জন্য চাকরির দাবি করা হয়েছে। হলদিয়ার ফ্যাক্টরি ইন্সপেক্টর দেবায়ন দে বলেন, ওই সংস্থায় গত মার্চ মাসেও একইভাবে এক শ্রমিক মারা যান। সেই মামলা এখনও চলছে। ঠিকা শ্রমিকদের কাজে লাগানোর আগে সেফটি ট্রেনিং ও সরঞ্জাম দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

No comments