জেলা পুলিশের বড় সাফল্য; ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই অভিযুক্তদের শনাক্ত করল পুলিশপ্রদীপ কুমার মাইতি, পূর্ব মেদিনীপুর ঃ পটাশপুরে শুটআউটে এক যুবকের মৃত্যুর ঘটনায় ২৪ ঘন্টার মধ্যে কিনরা পথে পুলিশ। এখনোও পর্যন্ত পুলিশ ঘটনায় তদন্তে নেমে…
জেলা পুলিশের বড় সাফল্য; ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই অভিযুক্তদের শনাক্ত করল পুলিশ
প্রদীপ কুমার মাইতি, পূর্ব মেদিনীপুর ঃ পটাশপুরে শুটআউটে এক যুবকের মৃত্যুর ঘটনায় ২৪ ঘন্টার মধ্যে কিনরা পথে পুলিশ। এখনোও পর্যন্ত পুলিশ ঘটনায় তদন্তে নেমে তিন অভিযুক্তকে গ্রেফতার করে। ঘটনাটি ঘটেছিল পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার বিশ্বনাথপুর গ্রামে। গত বুধবার ৮ ই ডিসেম্বর সকালে বাড়ি থেকে কিছুটা দূরে বিশ্বনাথপুর গার্লস স্কুলের সামনে বাপী নায়ক (৩২) গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার হয়। পটাশপুর থানার পুলিশ জানিয়েছে অভিযুক্তরা হল তারজান নায়ক , লক্ষণ নায়ক ও তাপস সোরেন। প্রত্যেকের বাড়ি পটাশপুর থানার বিশ্বনাথপুর গ্রামে। শুক্রবার ধৃতদের কাঁথি আদালতে তোলা হয়। চুরি ঘটনার খুন বলে পুলিশের প্রাথমিক অনুমান।অভিযুক্তদের ১০ দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দেন বিচারক।
No comments