Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কাঁথি মহকুমা হাসপাতালে র পেট্রোল বিল বাকী প্রায় ১৬ লক্ষ টাকা

কাঁথি মহকুমা হাসপাতালে র পেট্রোল বিল বাকী প্রায় ১৬ লক্ষ টাকা।
প্রদীপ কুমার মাইতি, কাঁথি ঃঃপূর্বব মেদিনীপুর জেলার কাঁথি মহকুমা হাসপাতালে র পেট্রোল বিল বাকী প্রায় ১৬ লক্ষ টাকা। একটি ভাঙাচোরা অ্যাম্বুলেন্স,ব্লাড ব্যাঙ্কের বিটি ভ্যান …

 


কাঁথি মহকুমা হাসপাতালে র পেট্রোল বিল বাকী প্রায় ১৬ লক্ষ টাকা।


প্রদীপ কুমার মাইতি, কাঁথি ঃঃপূর্বব মেদিনীপুর জেলার কাঁথি মহকুমা হাসপাতালে র পেট্রোল বিল বাকী প্রায় ১৬ লক্ষ টাকা। একটি ভাঙাচোরা অ্যাম্বুলেন্স,ব্লাড ব্যাঙ্কের বিটি ভ্যান ও অন্য একটি গাড়ী,ডিজে ডায়নামো মেশিন  মিলিয়ে পেট্রোল খরচ কয়েকমাসেই ১৬ লক্ষ টাকা। অবশ্য কোভিডের সময় রোগী বহনের জন্য কয়েকটি এম্বুলেন্স ভাড়া করা হয়েছিল। কাঁথি মহকুমা হাসপাতালের ভাঙাচোরা এম্বুলেন্স ৩/৪ কিমি'র বেশী দূরত্ব যায় না।বিদ্যুৎ চলে গেলে ডিজে ডায়নামো মেশিন চলে।পেট্রোল খরচ হাসপাতালের অার দৈনন্দিন ভাড়া হাসপাতাল কে দিতে হয়।ডিজে মেসিনের পেট্রোল খরচের হিসাব রাখার কোন ধারাবাহিকতা বজায় থাকে না।কয়েকদিন অাগে ডিজে মেশিন চালক ৫০ লি পেট্রোল পাচার করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন। হাসপাতালের জনৈক ডেইলি ওয়েজ লেবার অবশ্য ডিজে ডায়নামো মেশিনের সরবরাহকারী। হাসপাতালের অবস্থা এখন ঢাকের দায়ে মনসা বিক্রির জোগাড়। পেট্রোল পাম্পে ১৬ লক্ষ টাকার বিল বাকী থাকায় তেল যোগাড়ে এখন হাসপাতাল কতৃপক্ষের হাঁসফাঁস অবস্থা। এর ফলশ্রুতিতে ব্লাড ব্যাঙ্কের বিটি ভ্যান বন্ধ হওয়ার পথে।বিটি ভ্যান বন্ধ হয়ে গেলে ব্লাড ব্যাঙ্ক রক্তশূণ্য হয়ে পড়বে।জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন প্রতিটি ক্ষেত্রে ব্যায়সঙ্কোচের কথা বলছেন তখন সরকার কা মাল দরিয়া মে ঢাল - এই প্রবাদ কে সামনে রেখে  পেট্রোল বিলে লাগাম টানতে রাজী নয়।হাসপাতালে এক অশুভ চক্র সরকারের রোগীকল্যাণের কর্মসূচীর সার্থক রূপায়ণের পরিবর্তে লুটেপুটে খেতে ব্যস্ত।প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের রাষ্ট্রমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও মৎস্য মন্ত্রী অখিল গিরি র দৃষ্টি অাকর্ষণ করে এই সব অভিযোগের প্রশাসনিক তদন্তের দাবী জানিয়েছেন।

No comments