Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

৪ র্থ বর্ষে প্রগ্রেসিভ মেডিকেল প্রাকটিশনার অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া মহিষাদল ইউনিটের সম্মেলন

৪ র্থ বর্ষে প্রগ্রেসিভ মেডিকেল প্রাকটিশনার অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া মহিষাদল ইউনিটের সম্মেলন
প্রোগ্ৰেসিভ মেডিক‍্যাল প্র‍্যাকটিশনার্স এ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া পরিচালিত মহিষাদল ইউনিটের উদ‍্যোগে মঙ্গলবার ৪র্থ সম্মেলন অনুষ্ঠিত হয় মহিষা…

 


৪ র্থ বর্ষে প্রগ্রেসিভ মেডিকেল প্রাকটিশনার অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া মহিষাদল ইউনিটের সম্মেলন


প্রোগ্ৰেসিভ মেডিক‍্যাল প্র‍্যাকটিশনার্স এ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া পরিচালিত মহিষাদল ইউনিটের উদ‍্যোগে মঙ্গলবার ৪র্থ সম্মেলন অনুষ্ঠিত হয় মহিষাদল রবীন্দ্র পাঠাগারে।

উপস্থিত ছিলেন প্রগ্রেসিভ মেডিকেল প্রাকটিশনার অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া সংগঠনের পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক চিকিৎসক রামচন্দ্র সাঁতরা,জয়দেব ঘড়া,রাজ‍্য সভাপতি প্রনোতোষ মাইতি প্রমুখ।রাজ্য সভাপতি প্রণব মাইতি বলেন আমরা গ্রামবাংলায় সব রকমের চিকিৎসা করে থাকি। কবিরের সময় আমরাই কেবল মাত্র সেই পরিষেবা দিয়ে এসেছি বর্তমান সরকার ২০১৫ সালে আমাদের চিকিৎসক হিসেবে স্বীকৃতি দিলেও তা বাস্তবায়িত হয়নি। আমাদের দাবি যারা গ্রামবাংলায় সাধারণ মানুষের সব রকমের চিকিৎসা করে থাকেন তাদের কি সরকারি স্বীকৃতি দেওয়া। এবং সরকারের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের দিয়ে গ্রামবাংলায় চিকিৎসকদের ট্রেনিং দেওয়া আজ মহিষাদল ইউনিটের চতুর্থ বার্ষিকী সম্মেলন এ কথা জানান।প্রগ্রেসিভ মেডিকেল প্রাকটিশনার অ্যাসোসিয়েশন পূর্ব মেদিনীপুর জেলার অন্তর্গত মহিষাদল ইউনিটের সম্মেলনে ৪র্থ সম্মেলনে ৮ জনের একটি কমিটি গঠন করা হয়। সভাপতি নির্বাচিত হয়েছেন ডাক্তার হাবিবুর রহমান, সহ-সভাপতি পার্থপ্রতিম সম্প্রতি, সম্পাদক নির্বাচিত হয়েছেন অরবিন্দ বারিক, সহ-সম্পাদক শংকর দোলাই,  কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন সেখ শাহাদত আলি, পার্থ সামন্ত হিসাব রক্ষক, অরূপ ঘোড়াই ও বিনয় বারিক। সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। এছাড়াও উপদেষ্টা কমিটি গঠন করা হয় প্রায় ১৯ জনকে নিয়ে একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে।

No comments