Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

স্বাধীনতার ৭৫তম বর্ষে এই মহান দিন ও তার গৌরবময় ইতিহাসকে স্মরণীয় করে রাখতে তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রতিষ্ঠা দিবস" পালন

স্বাধীনতার ৭৫তম বর্ষে এই মহান দিন ও তার গৌরবময় ইতিহাসকে স্মরণীয় করে রাখতে তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রতিষ্ঠা দিবস" পালন   ১৯৪২সালের ১৭ ডিসেম্বর  "তাম্রলিপ্ত জাতীয় সরকার" গঠন ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের ইতিহ…

 

                          

                              

     স্বাধীনতার ৭৫তম বর্ষে এই মহান দিন ও তার গৌরবময় ইতিহাসকে স্মরণীয় করে রাখতে তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রতিষ্ঠা দিবস" পালন

   ১৯৪২সালের ১৭ ডিসেম্বর  "তাম্রলিপ্ত জাতীয় সরকার" গঠন ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে এক গৌরবময় অধ‍্যায়।

       ভারতের স্বাধীনতার ৭৫তম বর্ষে এই মহান দিন ও তার গৌরবময় ইতিহাসকে স্মরণীয় করে রাখতে  আগামী  ১৭ ডিসেম্বর, ২০২১ শুক্রবার তমলুকে জেলা কংগ্রেস কার্যালয়ে  যথাযথ মর্যাদায় "তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রতিষ্ঠা দিবস" পালন করার উদ‍্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠান সূচি :-

       ১৭ ডিসেম্বর, ২০২১ সকাল ১০-০০ জাতীয় পতাকা উত্তোলন সকাল ১০-০৫ ভারতীয় জাতীয় কংগ্রেসের পতাকা উত্তোলন  সকাল ১০-১৫ শহীদ / স্বাধীনতা সংগ্রামীগনের প্রতি শ্রদ্ধাঞ্জলি সকাল ১০-৩০ বর্নাঢ‍্য পদযাত্রা ও তমলুক শহরে মনীষীগনের মূর্তিতে মাল‍্যদান।

  সকাল ১১-৩০  "তাম্রলিপ্ত জাতীয় সরকার" এর ইতিহাস পর্যালোচনা।

 উক্ত কর্মসূচিতে উপস্থিত হতে আন্তরিক অনুরোধ জানান।পূর্ব মেদিনীপুর জেলা কংগ্রেস কমিটি সভাপতি মানস করমহাপাত্র

No comments