Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সপরিবারে দীঘা বেড়াতে যাওয়ার জন্য অনলাইনে হেলিকপ্টারের টিকিট কেটে প্রতারিত হলেন

সপরিবারে দীঘা বেড়াতে যাওয়ার জন্য  অনলাইনে হেলিকপ্টারের টিকিট কেটে প্রতারিত হলেন পাটুলি থানার বৃজি এলাকার বাসিন্দা এক মহিলা। প্রতারিত ওই মহিলার অভিযোগ, তিনি এর ফলে মোট ৯১২০ টাকা খুইয়েছেন। ঘটনার সূত্রপাত ২৬ নভেম্বর। সপরিবারে দীঘা…

 




সপরিবারে দীঘা বেড়াতে যাওয়ার জন্য  অনলাইনে হেলিকপ্টারের টিকিট কেটে প্রতারিত হলেন পাটুলি থানার বৃজি এলাকার বাসিন্দা এক মহিলা। প্রতারিত ওই মহিলার অভিযোগ, তিনি এর ফলে মোট ৯১২০ টাকা খুইয়েছেন। ঘটনার সূত্রপাত ২৬ নভেম্বর। সপরিবারে দীঘা বেড়াতে যাওয়ার জন্য ‘ড্রিম সফর ডট কম’ ওয়েবসাইট থেকে তিনি ৯১২০ টাকা দিয়ে চারটি টিকিট কেনেন। কিন্তু এই টিকিট কাটার পর সংস্থার পক্ষ থেকে ই-মেলে স্বাস্থ্য বিমা বাবদ তাঁর কাছে বাড়তি ৭৯০০ টাকা দাবি করা হয়। বিমার নাম করে এই বাড়তি টাকার দাবি শুনে মহিলার সন্দেহ হয়। তিনি এই বাড়তি টাকা মেটাতে অস্বীকার করেন। তখনই ওই সংস্থার পক্ষ থেকে হুমকির সুরে জানানো হয়, বিমার টাকা না মেটালে তাঁর টিকিট বাতিল করা হবে। ওই মহিলার অভিযোগ, টিকিট কাটার আগে তাঁর সঙ্গে ওই সংস্থার যে প্রাথমিক কথাবার্তা হয়, তাতে স্বাস্থ্য বিমার কোনও উল্লেখ ছিল না। ঘটনার পর বারবার অনুরোধ করা সত্ত্বেও ওই সংস্থা টিকিটের টাকা ফেরত দেয়নি। উল্টে সংস্থাটি তাদের ওয়েবসাইটে হোয়াটসঅ্যাপ নম্বরটি বদলে ফেলে। প্রতারিত হয়েছেন বুঝতে পেরে ওইদিন বিকেলেই মহিলা প্রথমে স্থানীয় পাটুলি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পরদিন ২৭ নভেম্বর তিনি ই-মেলে কলকাতা পুলিসের গোয়েন্দা প্রধান মুরলীধর শর্মাকে অভিযোগ করেন। তার ভিত্তিতে তদন্ত শুরু করেছেন কলকাতা পুলিসের সাইবার থানার গোয়েন্দারা। তবে এখনও এই ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি বলেই জানা গিয়েছে।

No comments