Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

রাজ্যের ১৩১ তম প্রথম মুখ্যমন্ত্রী ডঃপ্রফুল্ল চন্দ্র ঘোষের জন্মদিন পালিত হলো হলদিয়া

রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী প্রফুল্ল চন্দ্র ঘোষের জন্মদিন পালিত হলো হলদিয়া

 শুক্রবার ২৫পাউন্ড বিদ্যুৎ বেকারী কেক কেটে ও ১৩১টি মোমবাতি জ্বালিয়ে রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী প্রফুল্লচন্দ্র ঘোষের ১৩১তম জন্মদিন উদযাপন হল হলদিয়ায়। এদিন…

 


রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী প্রফুল্ল চন্দ্র ঘোষের জন্মদিন পালিত হলো হলদিয়া



 শুক্রবার ২৫পাউন্ড বিদ্যুৎ বেকারী কেক কেটে ও ১৩১টি মোমবাতি জ্বালিয়ে রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী প্রফুল্লচন্দ্র ঘোষের ১৩১তম জন্মদিন উদযাপন হল হলদিয়ায়। এদিন হলদিয়ার ব্রজলালচকে হলদিয়া গেটের পাশে গান্ধীমূর্তির পাদদেশে প্রফুল্লচন্দ্র ঘোষ স্মৃতিরক্ষা কমিটি ও হলদিয়া বন্দর পত্রিকার উদ্যোগে জন্মদিনের অনুষ্ঠান হয়। 

বিজ্ঞাপন


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হলদিয়া উন্নয়ন কর্তৃপক্ষের ভাইস চেয়ারম্যান সাধন জানা, হলদিয়ার সমষ্টি উন্নয়ন আধিকারিক (বিডিও) সঞ্জয় দাস, পঞ্চায়েত সমিতির সভাপতি সুব্রত হাজরা, সহ-সভাপতি শেখ সাইফুল পূর্ত কর্মাধ্যক্ষ শিব সুন্দর দাস,

বিজ্ঞাপন


 হলদিয়া পঞ্চায়েত সমিতির শিক্ষা ও তথ্য ও জনসংযোগ কর্মধক্ষ অলক রঞ্জন দাস, হলদিয়া বন্দরের শ্রমিক নেতা প্রদীপ বিজলী, রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত জাতীয় শিক্ষক ডঃ সুজন বালা সহ পঞ্চায়েত সমিতি কর্মাধ্যক্ষ ও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী লক্ষীকান্ত সামন্ত, উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ হলদিয়া কেন্দ্রের অন্যতম বিজ্ঞানকর্মী শিক্ষিকা সুচিস্মিতা মিশ্র ,

বিজ্ঞাপন


 বিশিষ্ট সাংবাদিক শ্যামল সেন ও কমন বিষয়, উপস্থিত হন শেখ নুর হোসেন , সেখ আবুজা, উদ্বোধনী সংগীত পরিবেশন করেন পঞ্চানন আদক, সঙ্গীত পরিবেশন করেন রিতা দাস, সাথী চক্রবর্তী, কবিতা পাঠ করেন অশোক কুমার দাস, শিল্প সংস্কৃতির শহর হলদিয়া কে নিয়ে নিজের লেখা রচনা করা গান পরিবেশন করেন নারায়ণচন্দ্র দোলাই, নৃত্য পরিবেশন করেন হলদিয়া পৌরসভার সিএসপি একাডেমীর সম্পা দিবেদি পন্ডা,রুপা ধাড়া, তনুশ্রী মন্ডল,, নৃত্য পরিবেশন করেন, আঙ্গীকম ডান্স একাডেমি তন্ময় মিস্ত্রি, সুতপা পারুই, তনুশ্রী মিস্ত্রি। কলাকুশলী, আবৃত্তি করেন সুনিতা ব্যানার্জি, এছাড়া উপস্থিত ছিলেন স্মৃতি রক্ষা কমিটির অন্যতম সদস্য প্রোসেনজিত ভৌমিক, অরূপ মাইতি,  জয়ন্ত শেঠ, সান্তনা  শেঠ, চন্দ্রানী মিদ্দা,তপন দাস, পৃথ্বীশ মিশ্র,রেশমি কেবিল অপারেটর গোলাম রহমান ,ভোলানাথ সাহু, সুরজিৎ মান্না, রাজেশ শাসমল ,নন্দীগ্রাম থেকে আগত সাংবাদিক অশোক মাইতি,ব্রজলাল চক মুক্ত পথিক ক্লাবের সম্পাদক প্রশান্ত মন্ডল অতিন ভৌমিক,রামপদ ভক্তা ও সদস্য সদস্যা বৃন্দ বিশিষ্ট মানুষজন। 

বিজ্ঞাপন


সভায় সভাপতিত্ব করেন ডঃ সুজন কুমার বালা ও বীরেন্দ্রনাথ মাইতি।

বিজ্ঞাপন


 এদিন বিকেলে দেশাত্মবোধক গান, নাচ ও আবৃত্তির মধ্য দিয়ে প্রথম মুখ্যমন্ত্রীর জন্মদিন পালনে স্থানীয় মানুষের উন্মাদনা ছিল। বড়দিনের আগে শতাধিক মানুষকে কেক খাওয়ানো হয়। সাধনবাবু বলেন, আগামী বছর থেকে পঞ্চায়েত সমিতি ও এইচডিএর উদ্যোগে সরকারিভাবে সাড়ম্বরে প্রথম মুখ্যমন্ত্রীকে স্মরণ করার উদ্যোগ নেওয়া হবে। কমিটির অন্যতম কর্মকর্তা দুর্গাপদ মিশ্র বলেন,



রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী ডঃ প্রফুল্ল চন্দ্র ঘোষ স্মৃতিবিজড়িত আবাস বাড়ি বাড়বাসুদেবপুরের ভগ্নপ্রায় ‘লোকভারতী’ এলাকার ১০একর জমিতে আধুনিক শিক্ষাকেন্দ্র তৈরি এবং বালুঘাটা-কুকড়াহাটি রাস্তার নামকরণের দাবি জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছে।

No comments