Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

১২ ডিসেম্বর কাঞ্চনপুর লেভেলক্রসিং থেকে কেশবপুর স্টেশন পর্যন্ত পদযাত্রা

কাঞ্চনপুর লেভেলক্রসিং থেকে কেশবপুর স্টেশন পর্যন্ত পদযাত্রা সেইসঙ্গে করোনা সচেতনতা শিবির ,রেলপথ সুরক্ষা সম্পর্কে সচেতনতা শিবিরআগামী ১২ ই ডিসেম্বর রবিবার সকাল সাড়ে সাতটা থেকে সকাল সাড়ে দশটা পর্যন্ত কেশবপুর স্টেশনে কাঞ্চনপুর লেভে…

 





 কাঞ্চনপুর লেভেলক্রসিং থেকে কেশবপুর স্টেশন পর্যন্ত পদযাত্রা সেইসঙ্গে করোনা সচেতনতা শিবির ,রেলপথ সুরক্ষা সম্পর্কে সচেতনতা শিবির

আগামী ১২ ই ডিসেম্বর রবিবার সকাল সাড়ে সাতটা থেকে সকাল সাড়ে দশটা পর্যন্ত কেশবপুর স্টেশনে কাঞ্চনপুর লেভেলক্রসিং থেকে কেশবপুর স্টেশন পর্যন্ত পদযাত্রা সেইসঙ্গে করোনা সচেতনতা শিবির ,রেলপথ সুরক্ষা সম্পর্কে সচেতনতা শিবির, রেল দুর্ঘটনা প্রতিরোধ করা এবং স্বচ্ছতা  অভিযান ও সেই সঙ্গে বেশ কিছু দাবি দাওয়া হবে পেশ করা হবে রেল কর্তৃপক্ষের নিকট ।যেমন কাঞ্চনপুর লেভেলক্রসিং দ্রুত নির্মাণ ,কাঞ্চনপুর থেকে কেশবপুর স্টেশন পর্যন্ত কাঁচা রাস্তা কে পাকা রাস্তা করতে হবে, এবং কাঞ্চনুপুর স্টেশন সংলগ্ন একটি কালভাট মজেগেছে সেই কালভার্টটি কে চালু করতে হবে ,পাঁশকুড়া হলদিয়া সেকশনে দু'জোড়া অতিরিক্ত লোকাল ট্রেন চালাতে হবে ,হলদিয়া মেদিনীপুর লোকাল ট্রেন চালু করতে হবে অবিলম্বে, পাঁশকুড়া হলদিয়া সেকশনে অনুমোদিত দুটি হল্ট স্টেশন নীলকুন্ঠ্যা এবং দোরো কৃষ্ণনগর হল্ট স্টেশন  এর দ্রুত নির্মাণ করতে হবে, সেইসঙ্গে কাঞ্চনপুর হল্ট স্টেশন এর অনুমোদন দিতে হবে, দুর্গাচক টাউন এর লেভেল ক্রসিং চওড়া করতে হবে ,দুর্গাচক ,বাসুলিয়া সুতাহাটা, মহিষাদল, রঘুনাথবাড়ি এবং রাজগোদা এই স্টেশনগুলির সংলগ্ন রাস্তাগুলি পাকা ও মেরামত করতে হবে, হলদিয়া স্টেশনে একটি f.o.b. নির্মাণ করতে হবে এবং হলদিয়া স্টেশনের উল্টোদিকের রাস্তাটি খুদিরাম নগর পর্যন্ত পাকা করতে হবে সেই সঙ্গে যে সমস্ত স্টেশন সংলগ্ন রাস্তাগুলোতে আলোর ব্যবস্থা নেই সেখানে আলোর ব্যবস্থা করতে হবে। বরদা স্টেশন F o b টিকে এক্সটেনশন করতে,  হবে বরদা স্টেশনে একটি রিজার্ভেশন কাউন্টার চালু করতে হবে এবং বরদা স্টেশনে আসানসোল এক্সপ্রেস,আনন্দ বিহার এক্সপ্রেস এবং চেন্নাই সুপার ফাস্ট এক্সপ্রেস এর স্টপেজ দিতে হবে। হলদিয়া - দীঘা লাইনকে শ্রীকৃষ্ণপুর দিয়ে কানেক্টিং করতে হবে।

No comments