Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

এগরা কলেজ কর্মচারীদের দুর্নীতি তৃণমূল ছাত্র পরিষদের বিক্ষোভ

এগরা কলেজ কর্মচারীদের দুর্নীতি তৃণমূল ছাত্র পরিষদের বিক্ষোভপ্রদীপ মাইতি, এগরাঃ সারদা শষীভূষন কলেজে তৃণমূল ছাত্র পরিষদের বিক্ষোভ মিছিল।কলেজে নিয়ম বহির্ভূত ভাবে ভর্তি,  কলেজ কর্মচারীদের দুর্নীতি সহ রাত ১০ টা পর্যন্ত কলেজ খোলা থাকা…

 




এগরা কলেজ কর্মচারীদের দুর্নীতি তৃণমূল ছাত্র পরিষদের বিক্ষোভ

প্রদীপ মাইতি, এগরাঃ সারদা শষীভূষন কলেজে তৃণমূল ছাত্র পরিষদের বিক্ষোভ মিছিল।কলেজে নিয়ম বহির্ভূত ভাবে ভর্তি,  কলেজ কর্মচারীদের দুর্নীতি সহ রাত ১০ টা পর্যন্ত কলেজ খোলা থাকা সহ এগরা কলেজে বহিরাগতদের আনাগোনা বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করল এগরা কলেজ তৃণমূল ছাত্র পরিষদ। 

কলেজের প্রথম বর্ষের ছাত্র শুভজিত পন্ডা, অন্যদেব গায়েণ, অনুপম দে, সৌম্যুজ্যতি জানা, শান্তনু নায়ক, অজয়দেব বর্মন, শুভজিৎ শীট, অমৃত নাজির  বলেন,  কলেজে নানান দুর্নীতি হচ্ছে তা কলেজের প্রিন্সিপালকে জানিয়েও কোনো লাভ হয়নি, টাকা পয়সা নিয়ে কলেজে ভর্তি করানো হচ্ছে, বয়স ৩৫এর উর্দ্ধে অনেকে কলেজের সাথে যুক্ত হচ্ছে যাঁরা ছাত্র নয়, এ নিয়ে বহুবার কলেজ কর্তৃপক্ষকে জানিয়েও লাভ হয়নি। তবে এ বিষয়ে কলেজের অধ্যাপক দীপককুমার তামিলি বলেন অবৈধভাবে কোনো ছাত্রছাত্রী ভর্তি হচ্ছে না ,রেজিস্ট্রেশন করিয়ে ভর্তি হচ্ছে, যাঁরা অভিযোগ করছে তাঁরা মিথ্যা অভিযোগ করছে। আর রাত দশটা পর্যন্ত কলেজ খোলা থাকে না বা বহিরাগত কেউ কলেজে প্রবেশ করেনা, কলেজের হোস্টেলের ছাত্ররা কলেজের ভেতরে থাকে। অভিযোগ যাঁরা করছে তাঁরা মিথ্যা অভিযোগ করছে।

No comments