Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পটাশপুর এ বিজেপি থেকে তৃণমূলে যোগ

পটাশপুর এ বিজেপি থেকে তৃণমূলে যোগপ্রদীপ কুমার মাইতি,পূর্ব মেদিনীপুর,পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের যেভাবে শক্ত হয়ে চলেছে তাতে করে বিরোধী দল বলে বাংলার বুকে হয়তো আর থাকবে না এমনটাই মনে করেন বুদ্ধিজীবীরা। বিজ্ঞাপন
কারণ বিধানসভা নির্…

 





পটাশপুর এ বিজেপি থেকে তৃণমূলে যোগ

প্রদীপ কুমার মাইতি,পূর্ব মেদিনীপুর,পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের যেভাবে শক্ত হয়ে চলেছে তাতে করে বিরোধী দল বলে বাংলার বুকে হয়তো আর থাকবে না এমনটাই মনে করেন বুদ্ধিজীবীরা। 

বিজ্ঞাপন


কারণ বিধানসভা নির্বাচন থেকে পৌরসভা নির্বাচন পর্যন্ত একের পর এক আসন ছিনিয়ে নিয়েছে তৃণমূল কংগ্রেস, আর তা অন্য ভাবে আবারো বহাল রাখল। বুধবার পটাশপুর এ তৃণমূল কংগ্রেসের বিধায়ক উত্তম বারিকের হাত ধরে একাধিক মানুষ জন তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে তুলে বিজেপি দল ত্যাগ করে আর তাতেই তৃণমূলের ঘাঁটি যেন আরো শক্ত হয়ে উঠল। পটাশপুর এর ওই কর্মী সম্মেলনে বিজেপি থেকে বহু মানুষ তৃণমূলে যোগ দেয় উত্তম বাড়ি কার হাত ধরে এ বিষয়ে বিধায়ক বলেন বিজেপি বলে পশ্চিম বাংলার বুকে আর কিছুই থাকবেনা শূণ্য হয়ে যাবে বিরোধী-শূন্য হবে পশ্চিমবাংলা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দিকে দিকে যেভাবে ত্বরান্বিত হচ্ছে তাতে করে জনসাধারণ মমতা বন্দ্যোপাধ্যায় কেই উন্নয়নের কান্ডারী মনে করেন।

বিজ্ঞাপন


 তাই সাধারণ মানুষ বিজেপির উপর কোন ভরসা পাচ্ছি না কারণ সাম্প্রদায়িক দলের উপর ভরসা করে না, মা মাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জনদরদি সে ক্ষেত্রে সাধারণ মানুষ মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় কি পশ্চিম বাংলার বুকে নির্বাচিত করেছেন। এলাকার উন্নয়ন সহ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের পরিষেবা পাওয়ার জন্যই মানুষ মুখিয়ে আছে আর ঠিক সেভাবেই আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সাধারণ মানুষের কথা ভেবেই নানান প্রকল্প চালু করেছেন সে কারণেই মানুষ নানান দল ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন।

বিজ্ঞাপন


পটাশপুর ১ নং ব্লকের অন্তর্গত বড়হাট ৯নং গ্রাম পঞ্চায়েতে বড়হাট ( মধ্যম) বুথ তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক কর্মী সম্মেলনে উপস্থিত হয়েছেন পটাশপুর বিধানসভার বিধায়ক  উত্তম বারিক। উক্ত সম্মেলনে সঙ্গে উপস্থিত ছিলেন পটাশপুর ১ নং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পিযুষ কান্তি পন্ডা, সহ-সভাপতি বিনয় পট্টনায়ক, জেলা পরিষদের সদস্য পটল কুমার আদক, জনাব সুরজ আলি প্রমুখ।।

No comments