পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সুতাহাটা-হলদিয়া বিজ্ঞান কেন্দ্রের ত্রিবার্ষিক সম্মেলন মানুষের জন্য বিজ্ঞান,জীবনের জন্য বিজ্ঞান স্লোগান তুলেপশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সুতাহাটা-হলদিয়া বিজ্ঞান কেন্দ্রের দ্বাদশ ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত…
পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সুতাহাটা-হলদিয়া বিজ্ঞান কেন্দ্রের ত্রিবার্ষিক সম্মেলন
মানুষের জন্য বিজ্ঞান,জীবনের জন্য বিজ্ঞান স্লোগান তুলেপশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সুতাহাটা-হলদিয়া বিজ্ঞান কেন্দ্রের দ্বাদশ ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হল।প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে রবিবার হলদিয়া দুর্গাচক নিউ মার্কেট পুনর্বাসন কলোনী প্রাইমারি স্কুলে।
উপস্থিত ছিলেন অ্যাডিশনাল স্কুল ইন্সপেক্টর রুদ্র নারায়ণ দলুই,প্রধান শিক্ষক মণীন্দ্রনাথ গায়েন,শিক্ষিকা সুচিস্মিতা মিশ্র,নকুল চন্দ্র ঘাঁটি সহ অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিবর্গরা।
এদিন সকালে অনুষ্ঠানের শুরুতে দুর্গাচক নিউ মার্কেট থেকে বিজ্ঞানকর্মীরা শোভাযাত্রা করে।
এরপর যুক্তিবাদী অনুষ্ঠান,গুণীজনদের সংবর্ধিত করা হয়।পাশাপাশি কলকাতার হালিশহর আর্দশ বিদ্যাপীঠের ছাত্রছাত্রী "কারাগার-কারাগার" নামে একটি নাটক প্রদর্শণ করে। সম্মেলনে বিজ্ঞান চেতনাকে সমাজের সমস্ত স্তরে পৌঁছে দেওয়ার অঙ্গীকার নেয় বিজ্ঞানকর্মীরা।
No comments