Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

৭৭ তম গান্ধী মেলার উদ্বোধন করলেন মন্ত্রী সৌমেন কুমার মহাপাত্র

৭৭ তম গান্ধী মেলার উদ্বোধন করলেন মন্ত্রী সৌমেন কুমার মহাপাত্রগান্ধীজির আগমনকে সামনে রেখে ৭৭ তম গান্ধী মেলার উদ্বোধন করলেন মন্ত্রী সৌমেন কুমার মহাপাত্রআজ থেকে ৭৭ বছর আগে মহিষাদলের এক্তাপুর এসেছিলেন  জাতীর জনক মহাত্মা গান্ধী।  ২৫ ড…

 



৭৭ তম গান্ধী মেলার উদ্বোধন করলেন মন্ত্রী সৌমেন কুমার মহাপাত্র

গান্ধীজির আগমনকে সামনে রেখে ৭৭ তম গান্ধী মেলার উদ্বোধন করলেন মন্ত্রী সৌমেন কুমার মহাপাত্র

 

আজ থেকে ৭৭ বছর আগে মহিষাদলের এক্তাপুর এসেছিলেন  জাতীর জনক মহাত্মা গান্ধী।  ২৫ ডিসেম্বর  থেকে ২৯ ডিসেম্বর  মহিষাদলের গান্ধী কুটিরে কাটিয়েছলেন।  আর সেই দিনগুলির তাৎপর্য  নব প্রজন্মের  কাজে তুলে ধরতে  মহিষাদল গান্ধী মেলা কমিটির পক্ষ থেকে গান্ধী কুঠীর প্রাঙ্গণে  গান্ধীজির আগমনের ৫ দিন ধরে গান্ধী মেলার আয়োজন করা হয়। ২৫ ডিসেম্বর  শনিবার  মেলার উদ্বোধন  করেন রাজ্যের সেচ ও জলপথ দপ্তরের মন্ত্রী সৌমেন কুমার মহাপাত্র,  এছাড়াও উপস্থিত ছিলেন মহিষাদল বিধানসভার বিধায়ক তিলক কুমার চক্রবর্তী,  স্বাধীনতা সংগ্রামী  চিত্তরঞ্জন সামন্ত,  মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয় ভিসি সুব্রত কুমার দে, বিডিও যোগেশ মন্ডল,  পঞ্চায়েত সমিতির সভাপতি শিউলী দাস  সহ অন্যান্যরা।এদিন এলাকার পড়ুয়া, প্রবীন ও নবীনদের নিয়ে শোভাযাত্রা সহকারে মহিষাদল বাজার প্রদক্ষিণ করেন। পাঁচ দিন ধরে গান্ধীজির  আলোচনা বিষয় যেমন রাখা হয়েছে তেমনি থাকছে নাচ, গান,  নাটক ও যাত্রা অনুষ্ঠান।

No comments