ডাম্পারের ধাক্কায় স্কুল ছাত্রীর মৃত্যুনন্দীগ্রাম-২ব্লকের রিয়াপাড়া- তেরপেখ্যায় রাস্তায় মঙ্গলচকে এক স্কুল ছাত্রীকে ডাম্পার ধাক্কা মারে। ঘটনাস্থলে ওই ছাত্রী প্রাণ হারায়। নন্দীগ্রাম থানার পুলিশ দেহ উদ্ধার করে। স্থানীয় সূত্রে জানা…
ডাম্পারের ধাক্কায় স্কুল ছাত্রীর মৃত্যু
নন্দীগ্রাম-২ব্লকের রিয়াপাড়া- তেরপেখ্যায় রাস্তায় মঙ্গলচকে এক স্কুল ছাত্রীকে ডাম্পার ধাক্কা মারে। ঘটনাস্থলে ওই ছাত্রী প্রাণ হারায়। নন্দীগ্রাম থানার পুলিশ দেহ উদ্ধার করে। স্থানীয় সূত্রে জানা যায় মংলাচক চরের বৈশাখী বর্মন (১১) স্থানীয় শিক্ষকের কাছে টিউশন পড়তে যাওয়ার সময় এই দূর্ঘটনা ঘটে। ছাত্রীর এমন মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
No comments