Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

আশ্রয় কবি-অমৃত মাইতি

আশ্রয়/ অমৃত মাইতিঅনেক দুঃখে অনেক শোকে ঝরে গেছি আমিঅবশেষে এক নির্জনতা পেয়েছিপৃথিবীর কোলাহলের মাঝে।নির্লিপ্ত থাকা :সেতো নির্জনতায় বাস !আমার ব্যথা নেই বোধ নেই বধির আমি।ক্রমাগত ক্লান্ত মানুষের কান্না সয়ে সয়েস্থির হয়ে গেছি --তবু…

 




আশ্রয়/ অমৃত মাইতি

অনেক দুঃখে অনেক শোকে ঝরে গেছি আমি

অবশেষে এক নির্জনতা পেয়েছি

পৃথিবীর কোলাহলের মাঝে।

নির্লিপ্ত থাকা :সেতো নির্জনতায় বাস !

আমার ব্যথা নেই 

বোধ নেই 

বধির আমি।

ক্রমাগত ক্লান্ত মানুষের কান্না সয়ে সয়ে

স্থির হয়ে গেছি --

তবু এখানেই থেকে যাব

যাব না পৃথিবী  ছেড়ে।

গ্রাম্য বর্ষায় ভিজে ভিজে

শাপলা শালুকের গন্ধে বিচরণ করি 

এখানেই কদম্বের ঘ্রাণ

ভাগ করে নিই আমি

খাল-বিল থৈ থৈ জল

বন্যায় ডুবে গিয়ে ভেসে গিয়ে মরে গেছি

তবু থেকে যাব আমি 

শ্মশানের সংকীর্তনের মাঝে। পো

এখানে পাখিদের নীড় 

ভিজে গেছে ভেঙে গেছে ঝড়ে

তবুও ঘুরে ফিরে-

গৃহস্থের খড় আর বিচালি মুখে।

অনেক দুঃখে অনেক শোকে ঝরে গিয়ে--

সাধ হয় থেকে যাই

জানি, পৃথিবীর মনে কোন পাপ নেই--

No comments