Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বাস রাস্তার ধারে p.w.d. রোডসের জায়গার উপর অবৈধ নির্মাণ করা পাকা বাড়ি হাইকোর্টের নির্দেশ ক্রমে ভাঙ্গা চলছে পুলিশ প্রশাসনের উপস্থিতিতে

, মহিষাদল পুরাতন বাস স্টপেজের কাছে পি.ডব্লিউ.ডি(PWD-Roads ) জায়গার উপর অবৈধভাবে নির্মিত করা পাকা বাড়ি ভাঙ্গার কাজ  চলছে হাইকোর্টের নির্দেশ ক্রমে। বলে জানান মহিষাদল ব্লকের ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক(B.L& L.R.O ) চন্দ্রানী …

 




, মহিষাদল পুরাতন বাস স্টপেজের কাছে পি.ডব্লিউ.ডি(PWD-Roads ) জায়গার উপর অবৈধভাবে নির্মিত করা পাকা বাড়ি ভাঙ্গার কাজ  চলছে হাইকোর্টের নির্দেশ ক্রমে। বলে জানান মহিষাদল ব্লকের ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক(B.L& L.R.O ) চন্দ্রানী ভট্টাচার্য।  ঘটনারস্থলে রয়েছে বিশাল পুলিশবাহিনী।


উপস্থিত রয়েছেন মহিষাদল ব্লকের বিডিও যোগেশ চন্দ্র মন্ডল,  অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পি .ডব্লিউ .ডি রোডস কুশান শিকদার, মহিষাদল ব্লকের ভূমি ও ভূমি  সংস্কারআধিকারিক করণ --এর দপ্তরের আমিন  চঞ্চল মাইতি ও রেভিনিউ ইনস্পেক্টর ( R.I  )বিশ্বজিৎ দাস এবং মহিষাদল থানার অফিসার ইনচার্জ (O/C ) স্বপন গোস্বামী সহ বিভিন্ন দপ্তরের অফিসারগণ। কলকাতার মহামান্য হাইকোর্টে মহিষাদল ব্লক এর তেরোপেখ্যা গ্রামের বাসিন্দা তাপস সাহু ,বিশ্বপ্রিয় সাহু, কার্তিক সাহু,কৃষ্ণা সাহু সহ মোট 10 জন  মিলে সাতটি পরিবারের বাড়ি ভাঙ্গা উচ্ছেদের মামলা দায়ের করেন গনেশ রুই দাস, তাপস রুইদাস, কার্তিক রুইদাস ,অশোক দাস ,হরি দাস প্রমুখদের বিরুদ্ধে। 

বিজ্ঞাপন


মোট 6 জনের পাকা বাড়ি ভাঙ্গা হয়েছে। এদের মধ্যে রয়েছেন গণেশ রুইদাস, তাপস  রুই দাস, অশোক দাস, কার্তিক রুইদাস, হরি বালা দাস  প্রমূখ।

No comments