Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পেতে চাই যযাতি'র যৌবন--- শান্তালতা বিশই সাহা

তুমি কি জান? বুড়ির হাতে ঘুড়ির লাটাইআর, বুড়োর হাতে খুঁড়োর কল?চাইলেই যদি যযাতির যৌবন আসত, তবেপঁচাত্তরের লক্ষ্মীকান্তের মতো-আদুল গায়ে গামছা চাপিয়েতুড়ি মেরে সকাল সন্ধ‍্যা রাস্তায় ঘুরতাম।পঁচাশি উত্তীর্ণ রঙ্গলালের মতো সহাস‍্যে এমন হাঁট…

 





তুমি কি জান? বুড়ির হাতে ঘুড়ির লাটাই

আর, বুড়োর হাতে খুঁড়োর কল?

চাইলেই যদি যযাতির যৌবন আসত, তবে

পঁচাত্তরের লক্ষ্মীকান্তের মতো-

আদুল গায়ে গামছা চাপিয়ে

তুড়ি মেরে সকাল সন্ধ‍্যা রাস্তায় ঘুরতাম।

পঁচাশি উত্তীর্ণ রঙ্গলালের মতো সহাস‍্যে এমন হাঁটিতাম,

যে হাঁটা, যুবকদেরও লজ্জা দেবে।

ইচ্ছে হই -

শরীরের অকমর্ণ পার্ট্সগুলোকে মেরামত করি,

ভরসা পায় না, শ্রীমতীকে বকলমা দিতে।

কেন জান?

শরীরে অনেক মিষ্টি জমিয়ে জমিয়ে-

হরণ করেছে মনের মিষ্টি,অগত‍্যা......

শ্রীমতী আমার ডোন্ট কেয়ার ছাড়া কি আর দিতে সক্ষম!!!

চাঙ্গা মনে এক হাতে আট

অন‍্য হাতে দশ কেজি বহন করে-

বুঝেছিলাম, ঠেলার নাম মধুসূদন,

যেন কোমরের ভেতরে ভোমরার স্টীম অপারেশন।

ছোলা মটর ভাজা চিবানো বত্রিশটি পাহারাদার

কেটে পড়েছে একে একে,

এখন মুগ ভাজাতেও ভয়।

তবে দু'চোখের ফরেন বডি দুটো লেন্স,

ওরাই বিশ্বস্ত বন্ধু হয়ে সহায়তা দিচ্ছে-

নয়ন ভরে দেখতে মন ভরে লিখতে।

সুতরাং মরার আগে মরব না,

শরীরটাকে বুড়ো হওয়ার আগে -

বুড়িয়ে দিতেও চায় না।

         

No comments