Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্ষতিগ্রস্ত রাস্তার মেরামত করার জন্য পাঁচ কোটি টাকা বরাদ্দ

পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পূর্ব মেদিনীপুর জেলার অারঅাইডিএফ প্রকল্পে নির্মিত ৯ টি রাস্তার মেরামতী র জন্য প্রায় ৫ কোটি টাকা বরাদ্দ হয়েছে। বিগত অামফান, ইয়াস,লাগাতার নিম্নচাপের অতিবৃষ্টি র ফলশ্রুত…

 



পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পূর্ব মেদিনীপুর জেলার অারঅাইডিএফ প্রকল্পে নির্মিত ৯ টি রাস্তার মেরামতী র জন্য প্রায় ৫ কোটি টাকা বরাদ্দ হয়েছে। বিগত অামফান, ইয়াস,লাগাতার নিম্নচাপের অতিবৃষ্টি র ফলশ্রুতিতে বিভিন্ন ব্লকের পীচরাস্তার দফারফা অবস্থা হয়ে যায়।প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন মৎস্য মন্ত্রী অখিল গিরি র মাধ্যমে রাজ্য সরকারের কাছে ক্ষতিগ্রস্থ রাস্তা সমূহের মেরামতীর জন্য দফায় দফায় দফায় অাবেদন করেন।পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ স্বপন দাস ও প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন সদ্য প্রয়াত পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের কাছে নিরন্তর দরবার করেন।রাজ্য সরকার বিভিন্ন রাস্তা মেরামতী র জন্য প্রায় ৫ কোটি টাকা বরাদ্দ করেছেন। খবরে প্রকাশ অন্যান্য ক্ষতিগ্রস্থ রাস্তার মেরামতী র কয়েক দফায় অারো ১৫ কোটি টাকা বরাদ্দ করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। রাস্তা মেরামতী র জন্য পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ ইতিমধ্যে ৯ টি রাস্তার জন্য প্রায় ৫ কোটি টাকার টেন্ডার অাহ্বান করেছে। দেশপ্রাণ ব্লকের সরদা অঞ্চলের বকুয়াবাঁধ-মৈশামুণ্ডা পীচ রাস্তা মেরামতী র জন্য বরাদ্দ হয়েছে প্রায় ৫৫ লক্ষ টাকা। কাঁথি ব্লকের রাউতারা-মাজনা রাস্তার মেরামতী র জন্য প্রায় ৫০ লক্ষ টাকা, এগরা-১ ব্লকের গোপীনাথপুর- সাহাড়া হাইস্কুল রাস্তার জন্য প্রায় ৪৬ লক্ষ টাকা,ভগবানপুর-২ ব্লকের পদ্মতামলি হরিজনপল্লী-বড়বড়িয়া রাস্তার জন্য প্রায় ৪০ লক্ষ টাকা, তমলুক ও হলদিয়া মহকুমার অন্যান্য রাস্তার মেরামতী র বরাদ্দকৃত টাকা নিয়ে মোট ৫ কোটি টাকার মেরামতের কাজ শুরু হতে চলেছে। প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন দেশপ্রাণ, কাঁথি-১,কাঁথি-৩ সহ কাঁথি ও এগরা মহকুমা র সমস্ত ব্লকের ক্ষতিগ্রস্থ রাস্তা মেরামতী র জন্য অনতিবিলম্বে অর্থ বরাদ্দের জন্য মৎস্য মন্ত্রী অখিল গিরি র প্রশাসনিক হস্তক্ষেপ প্রার্থনা করেন।

No comments