Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কৃষক আন্দোলনের বর্ষপূর্তিতে মিছিল ও সমাবেশ

কৃষক আন্দোলনের বর্ষপূর্তিতে মিছিল ও সমাবেশ
কেন্দ্রের তিন কালা কৃষি আইনের প্রতিবাদে দেশজুড়ে ঐতিহাসিক কৃষক আন্দোলনের জয়ে কৃষকদের সংগ্রামী অভিনন্দন জানিয়ে আজ সংযুক্ত কিষান মোর্চার আহ্বানে দেশজুড়ে মিছিল ও সমাবেশের কর্মসূচীতে পূর্ব মে…

 




কৃষক আন্দোলনের বর্ষপূর্তিতে মিছিল ও সমাবেশ


কেন্দ্রের তিন কালা কৃষি আইনের প্রতিবাদে দেশজুড়ে ঐতিহাসিক কৃষক আন্দোলনের জয়ে কৃষকদের সংগ্রামী অভিনন্দন জানিয়ে আজ সংযুক্ত কিষান মোর্চার আহ্বানে দেশজুড়ে মিছিল ও সমাবেশের কর্মসূচীতে পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে সাইকেল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এস ইউ সি আই (সি) ও অল ইন্ডিয়া কিষাণ ও ক্ষেতমজদুর সংগঠনের  তমলুক মহকুমা কমিটি আহুত সমাবেশে সভাপতিত্ব করেন কিষাণ ও ক্ষেতমজদুর সংগঠনের জেলা সহঃ সভাপতি বিবেকানন্দ রায়। বক্তব্য রাখেন দলের জেলা সম্পাদকমন্ডলীর সদস্য প্রদীপ দাস, প্রনব মাইতি ও কৃষক নেতা বিবেকানন্দ রায় প্রমূখ। ওই আন্দোলনের বর্ষপূর্তিতে তমলুক মহকুমার শহীদ মাতঙ্গিনী/নন্দকুমার/ময়না ব্লক থেকে কয়েক'শ কৃষক সাইকেল ও মোটর সাইকেল মিছিল করে বিভিন্ন পথ পরিক্রমা করে এই সমাবেশ স্থলে উপস্থিত হন। জেলার তমলুক হাসপাতাল মোড় ছাড়াও এগরা-কাঁথি-হলদিয়ায় অনুরূপ সমাবেশ অনুষ্ঠিত হয়। ওই সভাগুলিতে বক্তব্য রাখেন মধুসূদন বেরা, অশোকতরু প্রধান,মানস প্রধান, তমাল সামন্ত, জগদীশ সাউ প্রমুখ। বক্তারা ওই আন্দোলন থেকে শিক্ষা নিয়ে বিদ্যুৎ আইন - ২০০৩(সংশোধনী বিল-২০২১) বাতিল ও শিক্ষা স্বার্থবিরোধী জাতীয় শিক্ষানীতি প্রত্যাহার করার দাবী জানান।

No comments