Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

৬ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনার ঘটনায় জাতীয় সড়ক অবরুদ্ধ, মৃত ১ আহত ১

প্রদীপ মাইতি পূর্ব মেদিনীপুর ঃঃশনিবার বিকেল ৪ টা নাগাদ পাঁশকুড়া থানার সিদ্ধা গ্রামে ৬ নম্বর জাতীয় সড়কে খড়্গপুর থেকে কলকাতাগামী একটি ট্রেলার নিয়ন্ত্রণ হারিয়ে অপর পাশে থাকা একটি চায়ের দোকানে ধাক্কা মারে।সেই সময় চায়ের দোকানই বেশ…

 


প্রদীপ মাইতি পূর্ব মেদিনীপুর ঃঃশনিবার বিকেল ৪ টা নাগাদ পাঁশকুড়া থানার সিদ্ধা গ্রামে ৬ নম্বর জাতীয় সড়কে খড়্গপুর থেকে কলকাতাগামী একটি ট্রেলার নিয়ন্ত্রণ হারিয়ে অপর পাশে থাকা একটি চায়ের দোকানে ধাক্কা মারে।সেই সময় চায়ের দোকানই বেশ কিছু মানুষ বসে চা খাচ্ছিলেন গুরুতর আহত দুই  ব্যক্তির  মধ্যে গৌতম মাইতি নামে ওই চা দোকানীর  ইতিমধ্যেই মৃত্যু হয়েছে।বাকি দোকানে থাকা আরো তিন থেকে চারজন ছিটকে বেরিয়ে কোনোক্রমে প্রাণে বাঁচে।প্রত্যক্ষদর্শী সেক আক্তার হোসেন বলেন-"খড়্গপুর থেকে কলকাতা যাওয়ার সময় সিদ্ধা কাটানের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে অপর পাশে থাকা গৌতম মাইতির চায়ের দোকানে ধাক্কা মারে একটি ট্রেলার।ওইসময় চা দোকানে বসে বেশ কিছুজন চা খাচ্ছিলেন।চা খাওয়া অবস্থায় তারা দোকানের পেছনে থেকে ছিটকে পালিয়ে যায়।তবে ওইসময় রাস্তায় কোনো সিভিক ভলেন্টিয়ার ছিলো না।তবে চা দোকানী গৌতম মাইতির মৃত্যু হয়েছে ও গাড়ির চালককে আশঙ্কাজনক অবস্থায় পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুরো চা দোকানটি ভেঙে গেছে।"ঘটনাস্থলে আসে কোলাঘাট এবং পাঁশকুড়া থানার প্রচুর পুলিশ বাহিনী।প্রায় দু ঘন্টা অবরুদ্ধ হয়ে পড়ে ৬ নং জাতীয় সড়ক।পুলিশি তৎপরতায় অবরুদ্ধ জাতীয় সড়কে যান চলাচল শুরু হয়েছে।




No comments